সুদীপ পাল,বর্ধমানঃ
আগামী ২৯ এপ্রিল লোকসভা ভোটের জন্য গুসকরা কলেজে ডিসিআরসি-র প্রস্তুতি চলছিল।তৈরি হয়েছিল ডিসিআরসির প্যান্ডেল।কিন্তু কালবৈশাখী ঝড়ে সেসব উড়িয়ে নিয়ে চলে গেল। তাছাড়া গুসকরা স্টেশন যাওয়ার রাস্তায় উপর একটি বটগাছ ভেঙে পড়ে।দু’টি বাইক ও একটি ম্যাটাডোর চাপা পড়ে তাতে।
আধা সামরিক বাহিনীর জওয়ানরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে যানজটমুক্ত থেকে শুরু করে গাছপালা পরিষ্কার সবই করেন। আউশগ্রাম-১ ব্লকের বিডিও চিত্তজিৎ বসু ডিসিআরসি ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে বলেন,প্রাকৃতিক বিপর্যয় সকলকেই মানতে হবে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে,গরমে হাসফাঁস শহরবাসীর
এরই মধ্যে ঝড়ে দেওয়াল চাপা পড়ে আউশগ্রাম-১ ব্লকের বেরেণ্ডা গ্রামে ভগবতী ঘোষ(৫৭) নামে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে।মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584