নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাতির অত্যচার চরম পর্যায়ে পৌঁছেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুঝুমরার রহিমপুর চা বাগানে। দুই দিনে হাতির হানায় ভাঙ্গল দোকান সহ প্রায় ১৫ টি ঘর।
স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে রহিমপুর চা বাগানের শিকবীর লাইনে ওই একটি হাতি হানা দিয়ে ছয়টি ঘর ভেঙ্গে তছনছ করে পালিয়ে যায়। রেহাই পায়নি বহু বছর পূর্বে পাওয়া গীতা উরাওয়ের ইন্দিরা আবাস যোজনার এক মাত্র সম্বল ঘরটি। ঘরটিতে চার জন ছেলে মেয়ে নিয়ে অতি কষ্টে থাকতেন স্বামী হারা গীতা উরাও। এছাড়া ক্ষতি হয়েছে শান্তি উরাও, সুরেশ উরাও, লালজিত উরাও,ডাহারু উরাও এবং কুশল উরাওয়ের ঘর।
স্থানীয় শিক্ষক ফারুক হোসেন বলেন, “আমরা হাতির আতঙ্কে সারারাত জেগে থাকি অথচ বন দপ্তর উদাসীন।মঙ্গলবার আমার পাশের বাড়ি গুলি ভেঙ্গেছে।এবার হয়ত আমার পালা!”
আরও পড়ুনঃ রাস্তার মাঝে বৃষ্টিতে জলকেলি হাতির, দাঁড়িয়ে রইল বাস
দলগাঁও বন দপ্তরের রেঞ্জার রাজিব দে বলেন,” আমরা এখনো খবর পাইনি। তবে ক্ষতিগ্রস্থদের নিজের বাড়ি হলে,আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতি দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584