যথেচ্ছভাবে চলছে ম্যানগ্রোভ ধ্বংস,নীরব প্রশাসন

0
201

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

Destruction of mangrove is Continue
জেসিবি দিয়ে ম্যানগ্রোভ ধ্বংস চলছে।নিজস্ব চিত্র
Destruction of mangrove is Continue
আক্রান্ত সুন্দরী।নিজস্ব চিত্র

বিপন্ন সুন্দরবন, সুন্দরবনকে রক্ষা করতে বধ্য পরিকর সরকার।ম্যনগ্রোভ কাটা আর ধ্বংস রুখতে নানান জায়গাতে চলে সচেতনতা।কিন্তু এতো আয়োজন আড়ম্বরের নেপথ্যে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস চলছেই।আর এর ধ্বংস যজ্ঞ চালাচ্ছে কিছু মাছ ব্যবসায়ী,ভেড়ি করে।

Destruction of mangrove is Continue
ধ্বংসাবশেষ।নিজস্ব চিত্র
Destruction of mangrove is Continue
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ভুঁইঞা।নিজস্ব চিত্র

বিঘার পর বিঘা নদীর চর থাকা ম্যানগ্রোভ ধ্বংস করে গড়ে তোলা হচ্ছে মাছের ভেড়ি।প্রশাসনের নাকের ডগায় কোন কোন ক্ষেত্রে মদতেও রমরমিয়ে চলছে ভেড়ি কারবার।দক্ষিন সুন্দরবনের নামখানা ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েত।এই পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ঈশ্বরীপুর ও চতুর্থঘেরী।এই দুই এলাকায় হাজার হাজার বিঘায় চলছে বেআইনি মাছের ভেড়ির কারবার।দুই এলাকায় পূর্বে সপ্তমুখী নদী উত্তরে চুনপুরি নদী পশ্চিমে মুড়িগঙ্গানদী আর দক্ষিনে রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী।চুনপুরি আর সপ্তমুখী নদীর তটে রয়েছে নতুন চর। যেখানে ম্যনগ্রোভ ভরা অরন্য সুন্দরবনকে অন্য মাত্রা দিয়েছে। একটা সময় জঙ্গলে ভরা ঈশ্বরীপুর আর চতুর্থঘেরী ছিল হিংস্র জন্তুদের বাস।সময়ের সাথে সাথে বদলেছে সুন্দরবনের হালহাকিকত।গড়ে উঠেছে জনবসতি।প্রায় আড়াই হাজার মানুষের বাস দুই এলাকায়।মূলত কৃষিকাজ এই এলাকার মানুষের মূল জীবিকা।সময়ের পরিবর্তন ঘটে আটের দশক থেকে নারায়নপুর গ্রাম পঞ্চায়েত প্রাধান পবিত্র মন্ডলের নেতৃত্বে প্রথম কাটা হয় নদীর চর।রায়ত জায়গা নাম করে কাটলে তদন্তে যায় বনদফতর।কিন্তু টাকার বিনিময়ে বিকিয়ে যায় অরন্য। হারিয়ে যায় ঐতিহ্য।পর পর শুরু হয় হাজার হাজার বিঘা ভেড়ি দখল।এলাকার বাসিন্দারা প্রতিবাদ প্রতিকার করার চেষ্টা করলেও প্রশাসনের সহযোগিতায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে ভেড়ি কারবারিরা।এখনও চলছে একই ট্র‍্যাডিশন।বাসিন্দাদের অভিযোগ কাকদ্বীপ থানার মদতে চলে জেসিপি দিয়ে ভেড়ি কাটার কাজ চলছে।স্থানীয় শাসক দলের কিছু নেতৃত্বের সহযোগিতায় চলছে এই ধ্বংসযজ্ঞ।

Destruction of mangrove is Continue
স্থানীয় বাসিন্দা রেনুকা দত্ত।নিজস্ব চিত্র
Destruction of mangrove is Continue
স্থানীয় পঞ্চায়েত সদস্য চন্দ্রমোহন পাইক।নিজস্ব চিত্র

প্রশাসনের মদত স্থানীয় নেতাদের চোখ রাঙ্গানি উপেক্ষা করে অরণ্য বাঁচাতে মরিয়া স্থানীয় এলাকাবাসী।অরন্য বাঁচাও ডাক দিয়ে সরব হয়েছেন অনেকে।অভিযোগ পালটা অভিযোগের কথা স্বীকার করেছেন নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র।এইভাবে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস আটকাতে না পারলে বন্যার ভ্রূকুটি উপেক্ষা করা সম্ভব কি?অন্তর্জাতিকভাবে স্বীকৃত সুন্দরবনের প্রাণ ম্যানগ্রোভ এভাবে ধ্বংস করলে রক্ষা পাবে তো সুন্দরবন।নাকি জমি মাফিয়াদের লোভের বলি হবে প্রকৃতির বিস্ময় সুন্দরবন।

Destruction of mangrove is Continue
ধীরেন্দ্রনাথ পাত্র,সহ সভাপতি,নামখানা পঞ্চায়েত সমিতি।নিজস্ব চিত্র

আরও পড়ুন: সিম্বার পরে বাগী থ্রি তে শ্রদ্ধার পরিবর্তে সারা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here