নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রামে পরিবেশের ইতিহাস আজ ভূগোল হতে বসেছে, ঝাড়গ্রামে এসে এমনই কথা বললেন বিশিষ্ট পরিবেশ বিদ সুভাষ দত্ত।
ঝাড়গ্রামে সংরক্ষিত বনভূমির চরিত্র বদল করে মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন সরকারি ভবন ও আবাসন তৈরির বিষয়ে হাইকোর্টের গ্রিন ট্রাইবুনালে মামলা করতে চলেছেন বলে জানালেন তিনি।
ঝাড়গ্রামে বনভূমি কেটে সেখানে বিভিন্ন যে এলাকার সরকারি প্রকল্পগুলি তৈরি হচ্ছে তা পরিদর্শন করেন।
ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লিতে ৩০ একর জমিতে মেডিক্যাল কলেজ তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ অরণ্য সপ্তাহে অভিনব আমন্ত্রণ পত্র
ঝাড়গ্রামে মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু যে জমিতে মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তা সংরক্ষিত বনভূমি। তাই প্রকল্পটি অন্যত্র স্থানান্তরিত করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এবার হাইকোর্টের গ্রিন ট্রাইবুনালে মামলা করব।
সুভাষবাবুর অভিযোগ, ভারতী ঘোষ পুলিশ সুপার থাকাকালীন কদমকানন থেকে ডিয়ারপার্ক যাওয়ার রাস্তার ধারে বনভূমি দখল করে এসপি অফিস ও পুলিস লাইন তৈরির কাজ শুরু হয়। এটা নিয়েও তিনি জনস্বার্থে আদালতে মামলা করার কথা বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584