মোদী ঘোষিত প্যাকেজের বিস্তারিত আজ বিকেলে

0
51

মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ

মঙ্গলবার রাতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকাল ৪টেয় সেই আর্থিক প্যাকেজের বিষয়ে বিস্তারিত বিবরণ দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনার প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতেও। এরই মধ্যে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে ২০লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ভারতের জিডিপি-র ১০শতাংশ। এই বিশাল অঙ্কের আর্থিক প্যাকেজ কোন খাতে কীভাবে ব্যবহার হবে সেই বিষয়েই আজ বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী।

Nirmala Sitaraman | newsfront.co
ফাইল চিত্র

এই প্যাকেজের সবচেয়ে বড় অংশ বরাদ্দ হবে শ্রমিক শ্রেণি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোগপতিদের জন্য ৷ প্রধানমন্ত্রী-র এত বড় ঘোষণার পর মঙ্গলবার উদ্যোগপতিরা দেশের এই কঠিন সময়ে একটু হলেও নিশ্চিন্ত হতে পেরেছেন। কোভিড-১৯-এর জেরে উৎপাদন বন্ধ হয়ে আছে। আর্থিক দিক দিয়েও থমকে গেছে সবকিছু। প্রধানমন্ত্রীর দেওয়া এই আর্থিক বরাদ্দে ফের ভারতীয় অর্থনীতি সচল হয়ে উঠবে বলে মনে করেছেন উদ্যোগপতিরা৷

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কারন থেকে সৎকার প্রক্রিয়া নিয়ে নয়া নির্দেশিকা আইসিএমআর-এর

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এর আগের ঘোষণা, রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা সব মিলিয়ে দেশবাসীকে মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ দেওয়া হল ৷ যা সারা দেশের জিডিপি-র ১০ শতাংশ৷ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত জানাবেন ৷ ’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here