নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের খড়গ্রামে গ্রাম্য বিবাদের জেরে দুষ্কৃতীদের এলোপাথারি ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার চন্দ্রসিংহবাটী গ্রামে। গুরুতর জখম অবস্থায় বাক্কার সেখ নামের বছর ৪০ এর ঐ তৃণমূল কংগ্রেস কর্মীকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঙ্কটজনক অবস্থায় তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। কে বা কারা ঘটনার সাথে জড়িত খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ। গ্রামে অশান্তি এড়াতে মধ্যরাত থেকেই পুলিশ পিকেট বসানো হয়েছে।
আরও পড়ুনঃ মালদহে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই
মৃতের ভাই ফজলু শেখের দাবি, নিহত বাক্কার ঐ এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নিকট আত্মীয় হবার সুবাদে এলাকায় পরিচিত ছিলো। কিছুদিন আগেই স্থানীয় নিজাম শেখ, সদাই শেখের সাথে গ্রাম্যবিবাদে বচসা হয়। তার জেরেই আজ বাইকে করে বাড়ি ফেরার পথে তাকে বাইক থেকে নামিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনার পর থেকে সদাই শেখ ও নিজাম শেখ পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584