নলহাটিতে বিপুল বিস্ফোরক বোঝাই ট্রাক আটক

0
41

পিয়ালী দাস, বীরভূমঃ

বিস্ফোরক উদ্ধারে বিশাল সাফল্য পেল বীরভূমের নলহাটি থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বীরভুমের নলহাটি সিএডিসি মোড় থেকে বাউটিয়া যাবার রাস্তায় একটি বিস্ফোরক বোঝাই ট্রাককে আটক করল পুলিশ। ট্রাকটি হায়দ্রাবাদ থেকে আসছিল।

detention explosive loaded truck | newsfront.co
উদ্ধার হওয়া বিস্ফোরক।নিজস্ব চিত্র

রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিত বড়ুয়া জানান, আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল একটি ট্রাক নলহাটিতে আসছে বিষ্ফোরক নিয়ে, সেই মতো নলহাটি থানার ওসি কার্তিক রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সিএডিসি মোড়ে অপেক্ষা করছিল। গাড়িটি আসতেই আটক করা হয়। গাড়িতে একশো সত্তর (১৭০) বস্তা অ্যামোনিয়া নাইট্রেট পাওয়া গেছে। ট্রাকটিতে ট্রাকের ড্রাইভার খালাসী সহ চারজন ছিল। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ, গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

কোথায় কি উদ্দেশ্যে এই বিষ্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল সেটা জানার জন্য পুলিশ ধৃতদের জেরা করছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান বিষ্ফোরক গুলি নলহাটি ক্র্যাসার খাদান এলাকায় নিয়া যাওয়া হচ্ছিল।

পাথর খাদানে বিষ্ফোরনের জন্য জিলোটিন স্টিকের সাথে এই অ্যামোনিয়া নাইট্রেট এর ব্যবহার করলে বিষ্ফোরনের তীব্রতা আরো বেড়ে যায়। ফলে খাদান মালিকদের লাভ হয় বেশি। এই বিষ্ফোরক ব্যবহার করলে অল্প সময়ে বেশি প্রোডাকশন করা সম্ভব। সেই কারনে পাথর খাদানের মালিকরা চোরাই পথে এগুলো আসে বাইরে থেকে। এই বিস্ফোরনে ক্ষতির আশঙ্কাও যথেষ্ট বেশি। বসতি এলাকার খাদানে ব্যবহার করা হলে এলাকার লোকের ক্ষতি হবার সম্ভাবনা প্রবল।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করেছে, নলহাটিতে কোন পাথর খাদানের মালিকের কাছে বিষ্ফোরক গুলো যাচ্ছিলো। তবে গাড়ি বা বিষ্ফোরকের বৈধ কাগজ পত্র পায়নি পুলিশ। বিষ্ফোরকের আসল মালিককে কার কাছে যাচ্ছিলো সে ব্যাপারে নলহাটি থানার পুলিশ তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুনঃ বেআইনি টোটো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু মেদিনীপুরে

বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান, বিস্ফোরক পাচার কান্ডে জড়িত থাকার অপরাধে গত একমাসে বেশ কিছু দাগী অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই বিভিন্ন পাচারকারীদের হদিশ মিলছে তাতেই সাফল্য আসছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here