ডিএসপিকে ঘেরাও এর হুঁশিয়ারি শুভেন্দুর

0
99

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা চালানোর প্রতিবাদ আন্দোলনে উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে বালুরঘাটের হিলি মোড়ে বিক্ষোভ প্রদর্শন এবং পথ অবরোধ করে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির কর্মী সমর্থকরা।

নিজস্ব চিত্র

সোমবার দুপুরে বিজেপির শতাধিক কর্মী সমর্থক বালুরঘাটের হিলি মোড় এলাকার বিজেপির দলীয় কার্জালয় থেকে মিছিল করে হিলি মোড়ের বিবেকানন্দ মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয় এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে এবং বালুরঘাট-হিলি ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে।বিজেপি কর্মী সমর্থকদের পথ অবরোধের জেরে বালুরঘাট হিলি রুটের সহ বালুরঘাট থেকে চলাচল করা বিভিন্ন দুরপাল্লার বাসগুলি অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দক্ষিণ দিনাজপুর জেলার ডি.এস.পি ধীমান মিত্র। এরপর পুলিশের সঙ্গে তীব্র বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা।

নিজস্ব চিত্র

ঘটনার পরে পথ অবরোধ তুলতে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হলে বিজেপি নেতা কর্মীরা রাস্তায় উপর শুয়ে পড়লে পুলিশ বিজেপি নেতা কর্মীদের চ্যাংদোলা করে তুলে রাস্তা থেকে সরিয়ে দেয়।বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি শুভেন্দু সরকার এদিন অভিযোগ করে বলেন দিলীপ ঘোষের উপর আক্রমণ হয়েছে। পুলিশি নিস্ক্রিয়তার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করতে নেমেছিলাম।তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলে ডি.এস.পি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যায়ভাবে এখানে লাঠিচার্জ করলেন, আমাদেরকে চ্যাংদোলা করে রাস্তা থেকে তুলে ফেলেন এবং হুমকি দেন।এর পাশাপাশি এদিন জেলা পুলিশ প্রশাসনকে পালটা হুঁশিয়ারি দিয়ে এদিন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান তারা বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডি.এস.পিকে ঘেরাও করবে।

আরও পড়ুনঃ কেষ্টর সম্পত্তি নিয়ে মল্লারপুরের জনসভায় মুকুলের প্রশ্ন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here