ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মনোনীত সাংসদ দেব

0
68

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মনোনয়নের বিষয়ে মঙ্গলবার উচ্চ শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব-কে ঘাটাল মহা বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দেব। প্রাক্তন বিধায়ক শংকর দোলুইয়ের পরিবর্তে মনোনীত করা হয়েছে ঘাটালের সাংসদকে।

Dev
ছবি: সংগৃহীত

এর আগে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি পদে ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই।এবারের বিধানসভা নির্বাচনে তাঁকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শীতল কপাট। শঙ্কর দোলুইকে অপসারণ করা হল মুলত বিধানসভা ভোটে হেরে যাওয়ার কারনেই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিকায় ওই নির্দেশিকায় সরকার মনোনীত সদস্য হিসাবে এলাকার দুই ‘সম্মানীয়’ ব্যক্তি গৌরী শঙ্কর বাগ এবং সুশান্ত মণ্ডলেরও নাম রয়েছে। এই দুজনেই অবশ্য এলাকায় দেব ঘনিষ্ঠ বলেই পরিচিত।

আরও পড়ুনঃ বিকাশভবনের সামনে আত্মহত্যার ঘটনায় শিক্ষিকারা ‘বিজেপি ক্যাডার’, পোস্ট ব্রাত্য বসুর

ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি পদে সাংসদ দেব-কে মনোনীত করার ঘটনায় বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের দাবি এর ফলে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনাই আরও বেশি করে সামনে এল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here