মোহনা বিশ্বাস, কলকাতাঃ
গত সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় ‘শুভবিবাহ’ লেখা একটি বিয়ের কার্ড পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ দেব।
অনেকেই এই পোস্টের কমেন্টে তাকে অভিনন্দন জানিয়েছেন আবার কেউ কেউ বলেছেন দেবের নতুন সিনেমার প্রমোশন এটি। এবার প্রশ্নটা হল দেব কি সত্যিই বিয়ে করছেন নাকি এটা সিনেমা সংক্রান্ত বিষয় কোনও?
আরও পড়ুনঃ বড়পর্দায় এবার ঝুলনের বায়োপিক, শুটিং হল ইডেনে
নেটিজেনরা যখন এই প্রশ্ন নিয়ে সমালোচনায় ব্যস্ত ঠিক তখনই আরও একটি পোস্ট করে এই প্রশ্নের উত্তর দেন দেব। এ বছর মে মাসেই বিয়ে হচ্ছে ‘টনিক’-এর কাকার। আর তাই সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছিলেন দেব।
আরও পড়ুনঃ ‘সিনেমার সমাবর্তন ২০২০’ অনুষ্ঠানে এক নজরে দেখে নিন সেরার সেরা
এ বছরই আসছে অভিজিৎ সেন পরিচালিত নতুন ছবি ‘টনিক’। আর এই ছবিতেই জুটি বাঁধছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। পরে পরাণ বন্দ্যোপধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার মালাবদলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন দেব।
টনিক-এর কাকার বিয়েতে তাই সকলকে আমন্ত্রণ জানিয়েছেন দেব। ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবকেও। ‘টনিক’ ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখলেন অভিজিৎ সেন। এ বছরই বড় পর্দায় মুক্তি পাবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর সহযোগিতায় বেঙ্গল টকিজ নিবেদিত ‘টনিক’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584