‘কিশমিশ’-এর শুভ মহরৎ

0
286

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেবের ‘কিশমিশ’। আজ বুধবার শুভ মহরৎ সুসম্পন্ন হল দেব অভিনীত সিনেমা ‘কিশকিশ’-এর। এদিন অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে একথা জানালেন। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ‘কিশমিশ’-এর যাত্রা শুরু হল আজ থেকে।

Dev Rukmini
ছবি সৌজন্যে : দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ফেসবুক পেজ

১৪ ফেব্রুয়ারি ২০২০-তেই অ্যানিমেশন ভিডিওয় ‘কিশমিশ’-এর ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব। ২০২০-র দুর্গাপুজোয় আসার কথা ছিল ‘কিশমিশ’এর। কিন্তু সেই সময় করোনা বাধা হয়ে দাঁড়ায়। যার কারণেই ছবির শুটিং শুরু হতে দেরি হল।

Kismis team
ছবি সৌজন্যে: দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ফেসবুক পেজ

দীর্ঘ প্রায় দেড় বছর পর করোনা ভয় কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে ‘কিশমিশ’-এর শুটিং। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের পেজে শুভ মহরতের যে ছবি পোস্ট করা হয়েছে তার ক্যাপশনে লেখা হয়েছে, “শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিশমিশ”। ছবিটি যে প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে তা নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা।

আরও পড়ুনঃ টলিউডের নতুন জুটি প্রিয়াঙ্কা-পরমব্রত

তবে ছবিটির মুক্তির দিনক্ষণ এখনও জানা যায়নি। বুধবার ‘কিশমিশ’এর শুভ মহরৎ-এ উপস্থিত ছিলেন দেব, খরাজ মুখোপাধ্যায়, রুক্মিনী মৈত্র সহ অন্যান্যরা। সকলের পরনেই ছিল শ্বেতবস্ত্র। সাদা পোশাকে উজ্জ্বল টিম ‘কিশমিশ’।

Dev and Rukmini
ছবি সৌজন্যে : দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ফেসবুক পেজ

আরও পড়ুনঃ পর্দায় লেখকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গান গাইবেন গার্গী

রোম্যান্টিক ছবি ‘কিশমিশ’। ভালোবাসার দিনের অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র প্রেমের গল্প বলবে এই ‘কিশমিশ’। এই ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন দেব ও রুক্মিণী। ছবিতে দেবকে দেখা যাবে কার্টুনিস্টের চরিত্রে। ফেলু-দা, টিনটিন, কৃশানু কিংবা কমরেড-এ সমস্ত আলাদা আলাদা লুকে দেখা যেতে পারে দেবকে। ছবিটি পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here