আবারও ত্রাতারূপে দেব, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসায় পাশে দাঁড়ালেন সাংসদ

0
43

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বর্তমানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। করোনা ভাইরাসের দাপট এখনও অব্যাহত। আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এহেন পরিস্থিতির মধ্যেই রক্তের জোগাড় না হলে একটি শিশু প্রাণ হারাতে পারে। ছোট্ট শরীরটার রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে মারণ থ্যালাসেমিয়া।

Dev | newsfront.co

সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই খবরটা নজরে আসতেই তৎক্ষণাৎ অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা দেব । লকডাউন এবং পরবর্তী আনলক পর্বেও বহুবার সাধারণ মানুষের আপদে-বিপদে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে তাঁকে। আর এবার থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর চিকিৎসায় সহায়তার দায়িত্ব নিয়ে মানবিকতার দৃষ্টান্ত গড়লেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী।

দমদমের বাসিন্দা ছোট্ট সৌভিক থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মাসে দুবার রক্ত নিতে হয়ে তাকে। অভাবের সংসারে অর্থের জোগাড় করতে না পেরে হয়তো পরিবারের ছোট্ট সদস্যকে চিরতরেই হারিয়ে ফেলবেন এমনটাই ভেবেছিলেন সৌভিকের বাড়ির লোক।

আরও পড়ুনঃ দিকভ্রষ্ট চিনের নাগরিকদের খাবার-ওষুধ দিয়ে মানবিকতার নজির গড়ল ভারতীয় সেনা

এই পরিস্থিতির মাঝেই শেষ আশায় বুক বেঁধে শিশুটির কথা জানিয়ে টুইটারে সাংসদ দেবের সাহায্য প্রার্থনা করেন সৌভিকের বাবার এক বন্ধু । আর এই টুইট নজরে আসতেই সাহায্যের প্রতিশ্রুতি দেন অভিনেতা। সূত্রের খবর, দেবের ব্যক্তিগত সচিব তাঁদের ফোন করে যাবতীয় ডিটেলস নিয়েছেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে চলবে আরও ৬ টি স্পেশাল ট্রেন, দেখে নিন নির্ঘন্ট

কদিন আগেই টুইটারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট্ট সৌমদীপের কথা জানতে পেরে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেতা। প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর টিম শিশুটির চিকিৎসায় যাবতীয় সহায়তা করবে । কথার খেলাপ হয়নি ।

অতিমারী পর্বে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে ভিন রাজ্যে আটকে পড়া ছাত্রদের ফেরাতে উদ্যোগ নেওয়া বা প্রয়োজনে করোনা আক্রান্তের জন্য প্লাজমার ব্যবস্থা করা, বহুবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এই অভিনেতা সাংসদ। এবার সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবার মুমূর্ষু শিশুর পাশে দাঁড়িয়ে আবারো একবার ত্রাতারূপে টালিগঞ্জের এই সুপারস্টার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here