কেশপুরে শান্তির বার্তা নিয়ে সাংসদ দেব

0
115

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Dev with peaceful speech
নিজস্ব চিত্র

ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক দাস অধিকারী ওরফে দেব দ্বিতীয়বার সাংসদ হয়ে এই প্রথম নিজের এলাকায় এলেন। আজ কেশপুর ব্লক এর এক নম্বর জোড়া কেউদি অঞ্চলে দলীয় পার্টি অফিসে এলেন শান্তির বার্তা নিয়ে।

Dev with peaceful speech
নিজস্ব চিত্র

আজও তিনি বলেন পাড়াতে ১০ জন লোক দশটা দল করতেই পারে তার মানে এটা নয় যে সন্ত্রাস সৃষ্টি করবে এটা ঠিক নয়,মানুষের মধ্যে ভালোবাসা যেন থাকে। তা না হলে কেউ সুখে থাকতে পারবেন না।যে মার খাচ্ছে সেও না যারা মারছে তারাও না।

Dev with peaceful speech
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে মিছিল

তিনি বলেন, আমরা নেতারা কেউ কলকাতা কেউ দিল্লিতে থাকবো কিন্তু এলাকায় আপনারা থাকবেন তাই আপনাদের প্রতি এটাই আমার আবেদন এলাকায় শান্তি বজায় রাখুন।এজন্য তিনি বারবার এলাকার শান্তি রাখার জন্য আবেদন করেন।

তিনি বলেন পাওয়ার হচ্ছে যেটা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা।কর্মীদের সঙ্গে জনসংযোগ ও আগামী কর্মসূচি নিয়ে কথা বললেন সাংসদ।কর্মীদের মনোবল বাড়ানোর জন্য কর্মীদের সঙ্গে কিছুটা পায় হাঁটলেন সাংসদ নিজে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here