নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে গোয়াল মার্চেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

জানা গিয়েছে যে, মোটর গরম হয়ে সেখান থেকেই আগুনের উৎপত্তি। এরপর মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা জুটমিলে। এই দেখে কর্মীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নেভানো সম্ভব হয়নি। খবর দেন দমকলকে।

আগুনের তীব্রতা এতটাই বেশি যে মূহুর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয়। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের তিনটি ইঞ্জিন।

আধঘন্টার প্রচেষ্টা পড়েও যখন আগুন নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে ছুটে আসে আরও চারটি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এই বিষয়ে মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা সম্ভব না। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584