রশ্মি মেটালিক্সের সহযোগিতায় বড়কোলা বিবেকানন্দ হাইস্কুলে উন্নত শৌচাগার

0
131

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ

শিল্প প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার বিশেষ নজির তৈরি হলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১ ব্লকে। স্কুলের পরিবেশের মানোন্নয়নে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিল নামী শিল্প প্রতিষ্ঠান রশ্মি মেটালিক্স। রশ্মি মেটালিক্সের সহযোগিতায় খড়্গপুর ১নং ব্লকের বড়কোলা বিবেকানন্দ হাইস্কুলে‌ ছাত্রীদের জন্য গড়ে উঠল উন্নত মানের শৌচাগার।বিদ‍্যালয়ের পরিবেশকে
আরও সুন্দর ও নির্মল করার লক্ষ্যে এবং ছাত্রছাত্রীদের আরও স্বাস্থ্য সচেতন করতে একটি উন্নতমানের শৌচাগার নির্মাণ করে দেওয়ার জন্য রেশমী মেটালিক্স কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন খড়্গপুর -১ ব্লকের বড়কোলা বিবেকানন্দ হাইস্কুল কর্তৃপক্ষ। খড়্গপুর ১ নং ব্লকের গ্রামীণ এলাকায় অবস্থিত এই বিদ‍্যালয়ে সরকারী অর্থানুকুল‍্যে গড়ে উঠা শৌচাগার থাকলেও, উন্নত মানের শৌচাগার ছিল না। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সেই আবেদন সাড়া দিয়ে এগিয়ে আসেন রশ্মি মেটালিক্স, খড়্গপুরের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ রায় ও তাঁর সহযোগীরা।

নিজস্ব চিত্র

এই প্রচেষ্টার ফলস্বরূপ বড়কোলা হাইস্কুল ক‍্যাম্পাসে ছাত্রীদের জন্য একটি উন্নত শৌচাগার নির্মাণ করে দিল রশ্মি মেটালিক্স কর্তৃপক্ষ। মঙ্গলবার বিদ‍্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই উন্নত শৌচাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রশ্মি মেটালিক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ রায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সরেন, সভাপতি মতিলাল ঘোষ, রশ্মি মেটালিক্সের সহকারী জেনারেল ম‍্যানেজার পি কে পাত্র, ব্লক প্রশাসনের আধিকারিকগণ, বিদ‍্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী , পরিচালন সমিতির সদস্যগণ অভিভাবকগণ ও ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে রশ্মি মেটালিক্স কর্তৃপক্ষ জানান, এলকাবাসীর সহযোগিতা নিয়ে তাঁরা এই ধরনের আরও সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচি করতে আগ্রহী।

নিজস্ব চিত্র

গ্রামীণ এই এলাকার শিক্ষার প্রসারের অন‍্যতম প্রতিষ্ঠান বড়কোলা বিবেকানন্দ হাইস্কুলে এই ঝাঁ চকচকে এই নতুন শৌচাগার পেয়ে খুশি বিদ‍্যালয়ের ছাত্রী অনন‍্যা ঘোষ,স্নেহা সিংহ,সুপ্রিয়া সিংহ, শিল্পা রায় সহ অন্যান্য ছাত্রীরা। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিদ‍্যালয়ের শিক্ষিকা শ্বেতা সাহু পট্টনায়েক।এই সহযোগিতার জন্য রেশমী মেটালিক্সকে ধন্যবাদ জানান বিদ‍্যালয় কর্তৃপক্ষ। বিদ‍্যালয়ের তরুণ শিক্ষক সুজয় ঘোড়াই জানান, তাঁদের আবেদনে সাড়া দিয়ে রশ্মি মেটালিক্স কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এলেন তাতে তাঁরা আপ্লুত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here