শেড বিহীন বহরমপুর স্টেশন টিকিট কাউন্টার

0
267

শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ

কেউ যাবেন লালগোলা, কেউ শিয়ালদা, কেউবা কৃষ্ণনগর। টিকিট কাউন্টারের বাইরে টিকিট কাটতে ভীড় বাড়িয়েছেন যাত্রীরা। কেউ স্কুলের শিক্ষক, কেউ যাবেন চিকিৎসার প্রয়োজনে। হঠাৎ কালো মেঘে ছাওয়া আকাশ জুড়ে টিপটিপ করে পড়তে থাকল বৃষ্টি। সংশয় ও দ্বিধাতে বিচলিত হয়ে নানাপ্রকার মন্তব‌্য ছুঁড়তে থাকলেন যাত্রীরা একে ওপরের উদ্দেশ‌্যে। বৃষ্টি ধেয়ে নেমে আসলে লাইন ছত্রখান হয়ে ভেঙে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিতে হয় ছুটতে হবে প্ল‌্যাটফর্মে, নয় পার্শ্ববর্তী দোকানের নীচে।

নিজস্ব চিত্র

এমনটাই ঘটে চলে নতুন টিকিট কাউন্টার খোলার পর থেকেই বহরমপুর স্টেশনে। মাথার ওপর নেই কারশেড, ফলে বৃষ্টি হলে ভিজে একশা হওয়া ছাড়া উপায় থাকেনা যাত্রীদের। অন‌্যদিকে টিকিট কাউন্টার পাঁচটি, কিন্তু কর্তার ইচ্ছেতে কর্ম, ফলে খোলা না খোলা সবটাই নির্ভর কর্মকর্তাদের উপর। এরমধ‌্যে দীর্ঘ ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। টিকিটের লাইনে এ নিয়ে মাঝেই মাঝেই উদোর পিন্ডি চেপে যায় বুধোর ঘাড়ে, পরিস্থিতিতে বিরক্ত হয়ে বচসা শুরু হয়ে যায় যাত্রীদের মধ‌্যেই। গোটা বর্ষা জুড়েই এরকম ভোগান্তির শিকার হবেন যাত্রীরা। কারশেডহীন কাউন্টারের সামনেই টিকিট কাটা ভবিতব‌্য নিত‌্যযাত্রীদের। বর্ষা ঘন হলে কত ভোগান্তির শিকার তাদের হতে হবে, এ আশঙ্কাই প্রকাশ করেছেন নিত‌্যযাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here