নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় নাম দেবলীনা কুমার। একদিকে অভিনেত্রী অন্যদিকে দক্ষ নৃত্যশিল্পী। তার উপরে শাসক দল সমর্থিত বিধায়ক কন্যা দেবাশিস কুমারের কন্যা তিনি।তৃণমূল সমর্থক অভিনেত্রী সোমবার নিজের ফেসবুক দেওয়ালে লিখেছেন- “রং লাল হলেও, আমরা তাঁদের পাশে আছি…”।
এহেন উক্তি যে সাংবাদিককূলের নজর এড়াবে না তা বলা বাহুল্য।জানা গিয়েছে, অভিনেত্রীর কাছে একটি কল আসে। তিনি জানতে পারেন, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের (প্রযোজনা সংস্থা) একজন লেখক, সৌভিক মিত্র খুব অসুস্থ হয়ে নারায়ণীতে (হাসপাতাল) ভর্তি ছিলেন। তাঁর শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। মেডিকাতে (হাসপাতাল) স্থানান্তরিত করানোর দরকার পড়ে। কিন্তু মেডিকার তরফ থেকে কনফার্মেশন পাওয়া যাচ্ছিল না।
এরপর এই ঘটনাটি তিনি তাঁর বাবা দেবাশিস কুমারকে জানান। এরপর দেবাশিস কুমার মেডিকা কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে সৌভিক মিত্রকে ভর্তি করান।প্রসঙ্গত, সৌভিক মিত্রর ফেসবুক প্রোফাইল ঘাঁটলে বোঝা যায়, যে তিনি একজন আপাদমস্তক বামমনস্ক মানুষ। রেড ভলিন্টিয়ারদের নম্বর থেকে বিজেপি এবং তৃণমূলকে ভোট না দেওয়ার অনুরোধও করছেন তিনি।
আরও পড়ুনঃ বিশ্বের ৬৯তম মিস ইউনিভার্স অ্যান্ড্রিয়া মেজা
রঙের হিসেব না করে তাঁর দিকে প্রকৃত বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছেন দেবলীনা।সংবাদ মাধ্যমকে দেবলীনা জানিয়েছেন- “রেড ভলেন্টিয়াররা বলছেন যে তাঁরাই নাকি মানুষের পাশে আছেন। তা কিন্তু নয়। আবার হয়তো এমনও ভাবছেন আমরা, মানে যাঁরা লাল সমর্থক নই তাঁরা কেউ বামপন্থীদের পাশে নেই, তাও কিন্তু নয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584