দেবের প্রযোজনায় মিঠুন চক্রবর্তী

0
69

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে জোট বাঁধতে চলেছে প্রযোজনা সংস্থা ‘বেঙ্গল টকিজ’। এই ছবির অন্যতম চমক মিঠুন চক্রবর্তী৷ বেশ অনেকদিন পর আবার কোনও চরিত্রে ধরা দেবেন তিনি৷ সম্প্রতি নিজের সোশ্যাল পেজ-এ এই নতুন উদ্যোগ এবং জোটের কথা সামনে এনেছেন সুপারস্টার দেব৷ পরিচালকের দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন।

Dev Mithun | newsfront.co

অতনু রায়চৌধুরীর বেঙ্গল টকিজের সঙ্গে দেবের এটি দ্বিতীয় কাজ। এর আগে এই প্রযোজনা সংস্থা নিবেদিত ‘সাঁঝবাতি’ ছবিতে দেব কেবল অভিনয় করেছেন। সেখানে পরিচালকের ভূমিকায় ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি। এবার সেই ‘বেঙ্গল টকিজ’-এর সঙ্গে প্রযোজনায় দেব। সব মিলিয়ে দেব বেশ আপ্লুত।

Dance Dance Junior | newsfront.co

আরও পড়ুনঃ ‘অভিযাত্রিক’-এর মাথায় নতুন পালক

মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেব এই মুহূর্তে স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’-এ মঞ্চ ভাগ করে নিচ্ছেন। ফলে দুজনের বন্ডিং বেশ ভাল। ছবিতে দেবকে কোনও ভূমিকায় দেখা যাবে কিনা তা জানা যায়নি এখনও। অতনু রায়চৌধুরী এবং মিঠুনের সঙ্গে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন দেব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here