অভিনেতা নয়, নেতা হয়েই আমজনতার সামনে সাংসদ দেব

0
258

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পরিযায়ী শ্রমিকদের যে চিত্র প্রতিদিন সংবাদমাধ্যমে উঠে আসছে তা অত্যন্ত ভয়ঙ্কর, এভাবে চললে করোনায় মৃত্যুর থেকে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সংখ্যাটাই বাড়বে, মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে এমন আশংকা প্রকাশ করলেন ঘাটালের তারকা সাংসদ সদস্য দীপক অধিকারী ওরফে দেব।

Dev | newsfront.co
নিজস্ব চিত্র

পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া উপায়ও বাতলে দিলেন তিনি। তার কথায় পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার থেকে যদি সংশ্লিষ্ট রাজ্যগুলি তাদের বাড়ি ভাড়া তিন মাসের জন্য মকুব করে দেয় তাহলে সমস্যার সমাধান অনেক তাড়াতাড়ি হওয়া সম্ভব। একই সাথে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য থেকে জেলা প্রশাসনের সাথে তিনি নিজে সমন্বয় রেখে চলেছেন বলেও জানান ঘাটালের এই তারকা সাংসদ।

MP Dev | newsfront.co
নিজস্ব চিত্র

পরিযায়ী শ্রমিকদের নিয়ে তিনি যে যথেষ্ট চিন্তিত এমনটাই দাবি করলেন মেদিনীপুর জেলা পরিষদের সাংবাদিক বৈঠকে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে রাজ্যের থেকে নার্সদের বিদায় নেওয়ার ঘটনাকেও দুঃখজনক বলে দাবি করেন সাংসদ দেব। করজোড়ে স্বাস্থ্যকর্মীদের কাছে তার আবেদন, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের গুরুত্ব অপরিসীম, আর সেই কারণেই নার্সদের ফিরে না যাওয়ার আবেদন করেন তিনি।

আরও পড়ুনঃ রাজ্যে পিএম-কিষাণ লাগু করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন রাজ্যপাল

অন্যদিকে করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোর ওপরেও যথেষ্ট জোর দেওয়ার পক্ষেই সওয়াল করেন ঘাটালের সাংসদ। নিজের সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই চিঠি দিয়ে বাড়তি বরাদ্দের আবেদন করেছেন বলেও জানালেন তিনি। পুরো বিষয় নিয়ে শনিবার জেলাশাসকের দফতরে জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক ভিডিও কনফারেন্সে যোগ দেন ঘাটালের এই তারকা সাংসদ। অন্যদিকে করোনা মোকাবিলায় লকডাউন সহ কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপের সমালোচনাও করেন তিনি।

সবশেষে করোনা পরিস্থিতিতে রাজনীতি নয় সৌজন্যের বার্তা দেন অভিনেতা সাংসদ। তার কথায়, করোনা পরিস্থিতিতে রাজনীতি নয় মানুষের পাশে দাঁড়ানো একমাত্র লক্ষ্য হওয়া উচিত, শাসক-বিরোধী সব রাজনৈতিক দলের নেতৃত্বের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here