শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা ভাইরাস প্রতিরোধ করতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন। আর সেই ব্যবস্থাই খতিয়ে দেখতে মালদার পর এবার দক্ষিন দিনাজপুর জেলার ভারত – বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।
এর পাশাপাশি এদিন ডিজির সাথে ছিলেন রাজ্য সরকারের সিকিউরিটি অ্যাডভাইজার সুরজিৎকর পুরকায়স্থ।
মঙ্গলবার দুপুরে তারা দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সাথীমারি ক্যাম্প, দিয়াপাড়া ক্যাম্প ও পদমাকুড়ি ক্যাম্পের সীমান্ত এলাকাগুলি পরিদর্শন করেন।
আরও পড়ুনঃ রাস্তায় ছবি এঁকে সচেতনতার বার্তা শিল্পীর
এদিনের এই পরিদর্শন চলাকালিন রাজ্য ডিজি বীরেন্দ্র ও সিকিউরিটি অ্যাডভাইজার সুরজিৎকর পুরকায়স্থের সাথে ছিলেন, দক্ষিন দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল , অতিরিক্ত জেলা শাসক ( ডিএল আর) প্রনব ঘোষ সহ অনান্য জেলা প্রশাসনিক আধিকারিকগন। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা ও দুই দিনাজপুরের পুলিশের ডি আই জি প্রসুন বন্দোপাধ্যায় ও জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
জানা গেছে মালদা থেকে আসা রাজ্য পুলিশের ডিজি সহ অনান্য রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকগন এদিন দক্ষিন দিনাজপুর জেলার তিনটি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এর পাশাপাশি সীমান্তে করোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসন আগাম কি কি পদক্ষেপ গ্রহন করেছে এদিন তাও খতিয়ে দেখা হয়।
উল্লেখ্য, করোনা মোকাবিলা করতে রাজ্য কতটা তৎপর, তা দেখার জন্যই গতকাল দিল্লি থেকে রাজ্যে একটি বিশেষ আসে। আর সেই টিম আসার কিছুক্ষণের মধ্যেই বিকেলে হেলিকপ্টরে মালদা সীমান্তের করোনা প্রতিরোধ ব্যবস্থা খতিয়ে দেখতেই, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও রাজ্য সরকারের সিকিউরিটি অ্যাডভাইজার মালদা বিমান বন্দরে এসে নামেন। এর পাশাপাশি সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক সেরেই মালদার মেহীদিপুর ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে যান তাঁরা।
তারপর ফিরে এসে মালদাতেই তারা রাত কাটিয়ে আজ দক্ষিন দিনাজপুর জেলার সীমান্ত পরিদর্শনে আসেন।
যদিও দক্ষিন দিনাজপুর জেলার সীমান্ত পরিদর্শনের শেষে, রাজ্য ডিজি এই নিয়ে কোন বক্তব্য না দিয়ে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত এলাকা পরিদর্শনের জন্য চলে যান বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584