আন্তর্জাতিক রাধিকাপুর সীমান্ত পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি

0
59

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের জেরে কিছুটা অসুবিধা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারের ভারতীয় জমিতে চাষের কাজ চালু থাকবে।মঙ্গলবার করোনা আবহে বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি দেখতে এদিন কালিয়াগঞ্জের রাধিকাপুর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।

DG | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে রাধিকাপুরে ছিলেন আইজি উত্তর দিনাজপুর, রায়গঞ্জের পুলিশ সুপার, ইসলামপুরের পুলিশ সুপার সহ অন্যান্য পদস্থ কর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফের ১৮০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডরাও। এর পাশাপাশি সীমান্তের ওপারে ভারতীয় জমিতে চাষের কাজ বন্ধ হবে না বলে সাফ জানান ডিজি।

আরও পড়ুনঃ মাতৃসদনে হওয়া কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক

সেখানে হওয়া চাষের কাজ তদারকির বিষয়টি বিএসএফ, এসপি ও জেলাশাসকরা দেখছেন। তবে লকডাউনে একটু অসুবিধা হচ্ছে। অপরদিকে রাধিকাপুর রেল স্টেশনের পাশে ভারত-বাংলাদেশ সীমান্ত দরজার সামনে, বিএসএফের সঙ্গে বৈঠক শেষে ডিজি জানান, “লকডাউন পরিস্থিতি রিভিউ করতেই রায়গঞ্জে এসেছেন”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here