রাজ্য লোকনৃত্যে তৃতীয় ঢাকঢোল উচ্চবিদ্যালয়

0
101

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর আয়োজিত বিদ্যালয় স্তরের রাজ্য লোকনৃত্য প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তৃতীয় স্থান দখলের গৌরব অর্জন করায় দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর এই বিদ্যালয়ের ছাত্রীদের অভিনন্দন জানায়।ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী এক সাক্ষাৎকারে জানান গত ২৬শে সেপ্টেম্বর কলকাতার বালিগঞ্জ ডেভিভ হেয়ার টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।

নিজস্ব চিত্র

এই বিদ্যালয় ভিত্তিক লোকনৃত্য প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করে পুরুলিয়া জেলা,দ্বিতীয় স্থান দখল করে দার্জিলিং জেলা এবং তৃতীয় স্থান দখল করে দক্ষিণ দিনাজপুর জেলা।জানা যায় ঢাকঢোল বিদ্যালয়ের অস্টম ও নবম শ্রেণীর লোকনৃত্য শিল্পীড়া হল যথাক্রমে সোহানা আফরোজ,মেহবুব আখতার,সাঁথিয়া পারভিন,জয়তুন নেহার খাতুন,তুম্মে মেহবুবা ও আরজুমান খাতুন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী বলেন বিদ্যালয়ের নৃত্যশিল্পীদের সাথে কোরিওগ্রাফার হিসাবে বিদ্যালয়ের শিক্ষিকা রাজেশ্বরী সিংহ রায় এবং গাইডার হিসাবে গিয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা মৌমিতা বসাক। প্রধান শিক্ষক আফসার আলী বলেন তিনি নিজেও অনুষ্ঠানে গিয়ে তার বিদ্যালয়ের ছাত্রীদের লোকনৃত্য প্রদর্শন দেখে গর্ব বোধ করেন।তিনি বলেন প্রতিযোগিতায় প্রথম হওয়া টাই শেষ কথা নয়।রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয়ের ছাত্রীদের সামনে নৃত্য পরিবেশন ও অংশগ্রহণ করাটাই বড় কথা।এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে নৃত্য প্রদর্শন করাটাও খুব একটা সহজ ব্যাপার নয়।দক্ষিণ দিনাজপুর জেলার ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয়ের সম্মান রাজ্যের মধ্যে ছড়িয়ে দেবার জন্য আমার বিদ্যালয়ের সোনার মেয়েদের বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

আরও পড়ুনঃ আচার নিষ্ঠায় ভাস্বর বাহীন জমিদার বাড়ির দুর্গাপুজো

বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি হাবিবার রহমান বলেন তিনি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের ছাত্রীদের লোক নৃত্য দেখে তিনি নিজেও গর্বিত।বিদ্যালয়ের ছাত্রীদের সাথে বিদ্যালয়ের শিক্ষিকাদেরও তিনি অভিনন্দন জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here