- নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রাজ চক্রবর্তীর পরিচালনায় আসছে ‘ধর্মযুদ্ধ’। সাম্প্রদায়িক হানাহানিকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে ‘ধর্মযুদ্ধ’।
জাতি, ধর্ম বিদ্বেষের বশবর্তী হয়ে কিছু না জেনে, না বুঝেই চলছে হানাহানি, খুনোখুনি৷ আর এতে কলুষিত হচ্ছে আমাদের সমাজ। এই সবেরই ঝলক থাকবে রাজের নতুন নিবেদনে।
‘পরিণীতা’র পরে রাজের এটি আরেকটি অন্য ঘরানার নিবেদন। এখানেও শুভশ্রীকে দেখা যাবে একেবারে ডি-গ্ল্যাম লুকে।
এ ছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্ণো মিত্র, সপ্তর্ষি মৌলিক, কৌশিক রায়, স্বাতীলেখা সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত-সহ আরও অনেকে।
শবনমের চরিত্রে রয়েছে পার্ণো মিত্র। আম্মার চরিত্রে স্বাতীলেখা সেনগুপ্ত। মুন্নির চরিত্রে শুভশ্রী।
সম্প্রতি সামনে এল ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চে হাজির ছিলেন ছবির প্রায় সব কলাকুশলীরাই। ট্রেলারে নৃশংসতার ছোঁয়া দিয়েছেন পরিচালক। গল্প লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং রাজ চক্রবর্তী। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত।
চলতি বছরের ২০ মার্চ দর্শক দরবারে আসছে ‘ধর্মযুদ্ধ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584