নিউজ ফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
ধর্মশালা স্ট্রিটের বেলুন বিক্রেতা পাঁচ বছরের ছোট্ট অমিত ‘করোনা যোদ্ধা’ হিসেবে আজ স্থানীয় পুলিশের ম্যাস্কট। ভাগসুনাগ ও ম্যাকলিওডগঞ্জের রাস্তায় বেলুন বিক্রি করে অমিত। আর বেলুন বিক্রির সাথে সাথে তার আরেকটি কাজ করোনা বিধি সম্পর্কে লোককে সচেতন করা। মাস্ক ছাড়া কাউকে রাস্তায় দেখলেই অমিত দৌড়ে গিয়ে তাঁকে মাস্ক পরতে বলে। অমিতের এই সমাজ সচেতন উদ্যোগটিই নজরে আসে এবং ক্যামেরাবন্দি করেন অভয় কারকি আর পোস্ট করেন ‘ধর্মশালা’ লোকাল নামে ইনস্টাগ্রাম পেজে, হুহু করে ভাইরাল হয় সে ভিডিও।
ছোট একটি বাচ্চা যার পায়ে জুতো পর্যন্ত নেই কিন্তু করোনা সম্পর্কে সচেতনতা দেখে আশ্চর্য নেটদুনিয়া। কে আসলেই ‘শিক্ষিত’ আর কে নয় তার প্রমাণ রয়েছে ভিডিওতে, এমনটাই বলছেন সকলে। ওদিকে অমিত জানিয়েছে যে সে রাস্তায় সবসময় দেখে পুলিশকর্মীরা রাস্তায় সকলকে বলছেন মাস্ক পরার কথা, সেই দেখে তারও মনে হয়েছে এই দায়িত্ব সেও নিতে পারে। তাহলে করোনার প্রকোপ থেকে বাঁচতে পারে তার শহর। তাই মাস্ক ছাড়া কাউকে রাস্তায় দেখলেই সে অনুরোধ করে মাস্ক পরতে।
আরও পড়ুনঃ বুলেট গাড়িতে স্যান্ডউইচ!
অমিতের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। তাঁরা অমিতের হাতে তুলে দিয়েছেন পাহাড়ি ক্যাপ, কিছু খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যকর পানীয়। ‘ধর্মশালালোকাল’ পেজের এডমিন অভয় কারকি অমিত ও তাঁর ভাইকে উপহার দিয়েছেন জুতো। তিনি জানান স্থানীয় মানুষ অনেকেই অমিতের উদ্দেশ্যে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। এক দম্পতি অমিতের শিক্ষার দায়িত্ব নিতে চান। অমিতের বাবা মা আপাতত শহরে নেই তাঁরা ফিরলেই এ ব্যাপারে উদ্যোগ নিতে চান ওই দম্পতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584