নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মঙ্গলবার সারাদিন ধরনায় বসলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ভুটার সদস্যগণ। তবে এই ধরনা অনুষ্ঠিত হয়েছে শিক্ষা বিভাগ গুলোর সমস্ত কাজ অব্যাহত রেখেই। ধরনার মুখ্য দাবি ছিল, ইউ জি সি র সুপারিশ অনুসারে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন এই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ক্ষেত্রেও পূর্ণভাবে চালু এবং ২০১৬ র জানুয়ারি থেকে প্রাপ্য সমস্ত বকেয়া প্রদান করতে হবে । সদস্যরা অনেকেই অধ্যাপক সমাজের প্রতি দীর্ঘদিনের অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন ।

বিভিন্ন বক্তার বক্তব্য থেকে একটি হিসেব উঠে এসেছে, শুধুমাত্র যদি বকেয়া না দেওয়া হয়, তাতেই এক একজন অধ্যাপক বহু লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হবেন । যে অধ্যাপকরা ২০১৬ সালের পয়লা জানুয়ারির পর অবসর গ্রহণ করেছেন, তারা খুব বেশি রকম আর্থিক ক্ষতিতে পড়বেন । ভুটার সদস্যরা জানান,এই দলমত নির্বিশেষে আন্দোলন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সঙ্গে যোগাযোগ রেখেই গড়ে তোলা হচ্ছে । সহিষ্ণু অধ্যাপক সমাজ বৈষম্য ও বঞ্চনার চূড়ান্ত সীমায় পৌঁছে এই ধরনের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হচ্ছে ।

দাবি পূরণ না হলে বৃহত্তর লাগাতার আন্দোলন চলবে বলে জানান, ভুটার সভাপতি ড: মধুমঙ্গল পাল । সংগঠনের সম্পাদক ড: দুর্গাশংকর রথ জানান,দেশের মধ্যে যে চারটি রাজ্যে সপ্তম পে কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গভাবে চালু করতে চায়নি,তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584