উপনির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কালিয়াগঞ্জে

0
48

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচন শান্তিপূর্ন রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর। শনিবার রাতে এক কোম্পানি বাহিনী পৌছায় কালিয়াগঞ্জে। রবিবার আরও তিন কোম্পানি বাহিনী আসবে। মোট চার কোম্পানি বাহিনীর মধ্যে এক কোম্পানি মহিলা।

central force before election | newsfront.co
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আগাম আসা এই কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোট পর্যন্ত। ২৫ নভেম্বর ভোট গ্রহণ ও ২৮ নভেম্বর হবে কালিয়াগঞ্জ উপ নির্বাচনের গণনা। আগাম আসা এই বাহিনী দিয়ে রবিবার থেকে শুরু হচ্ছে রুটমার্চ।

কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে মোট ১০ টি পঞ্চায়েত ও একটি পৌর এলাকা আছে। ২৭০ টি ভোট গ্রহণ কেন্দ্রের অধীনে রয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন ভোটার।

আরও পড়ুনঃ উপনির্বাচনের আগে মাঠ থেকে বোমা উদ্ধার

কালিয়াগঞ্জ ব্লকের অধীনে আট গ্রাম পঞ্চায়েত ও পৌর শহর এলাকা বাদে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া ও বীরঘই পঞ্চায়েত এলাকা এই বিধানসভার অধীনে। এই বিধানসভার বহু ভোট গ্রহণ কেন্দ্র স্পর্শকাতর।

এমনিতে কালিয়াগঞ্জ শান্তিপূর্ণ হলেও ২০১৮ পঞ্চায়েতে বিজেপির শক্তি বাড়ায় শাসক-বিরোধী তিক্ততা বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় ভোট ঘিরে অশান্তি রুখতে বাহিনী এলো কালিয়াগঞ্জে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here