নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
দিনহাটা জুড়ে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে থানায় গিয়ে কর্মীদের নিয়ে ধর্নায় বসলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। আজ সকালে তৃনমূলের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ দলীয় কর্মীদের নিয়ে দিনহাটার সাহেবগঞ্জ থানায় ধর্ণায় বসে বিক্ষোভ দেখান।লোকসভা ভোটের আগে থেকে রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার জেলা।রাজনৈতিক সংঘর্ষে জেলায় একাধিক রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে।
তৃনমূল কংগ্রেসের অভিযোগ, লোকসভা নির্বাচনে জেতার পর থেকে বিভিন্ন এলাকায় সন্ত্রাস তৈরি করছে বিজেপি। কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ঘর ভাঙচুর,জমি দখল, চাঁদার জুলুম শুরু করেছে।
কয়েক দিন আগে সিতায়ের বিধায়কের বাড়িতে হামলা চালায় বিজেপির দুষ্কৃতিরা। যদিও তৃনমূলের ওই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব।
দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন,“জেলার বিভিন্ন এলাকার মত দিনহাটার ২ নং ব্লকের বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে বিজেপির দুষ্কৃতীরা।বিজেপির ওই দুষ্কৃতীরা এলাকার পঞ্চায়েত ও প্রধানদের হুমকি দিচ্ছে। সাদা কাগজে জোর করে সই করিয়ে নেওয়া হচ্ছে। না দিলে মারধর করে মোটা টাকা চাঁদা ধরা হচ্ছে। বিজেপির দুষ্কৃতীদের এই সন্ত্রাসের প্রতিবাদে অবস্থানে বসেছি। পুলিশ আধিকারিকদের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এরপরেও যদি পুলিশ বিজেপির ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা না নেয় তবে আমরা অন্য ভাবে বৃহত্তর আন্দোলনে নামবো।”
যদিও বিজেপির জেলা সহ সভাপতি ব্রজ গোবিন্দ বর্মন বলেন,“দীর্ঘদিন যাবৎ তৃনমূলের এই নেতা দুষ্কৃতীদের নিয়ে দিনহাটাকে অশান্ত করে তুলেছিল।বহু মানুষের ঘর বাড়ি দোকানপাট লুঠের নায়ক তিনি।তার থানার সামনে ধর্নায় বসা হাস্যকর ব্যাপার।ওই নেতার দুষ্কৃতী সঙ্গীরা এখন তার কথা শুনছে না বলেই ধর্নায় বসেছেন। বিজেপিতে কোন সমাজ বিরোধী নেই।কেউ যদি বিজেপির ঝাণ্ডা নিয়ে কোন রকম সমাজ বিরোধী আচরণ করে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। মিথ্যা বিজেপির নামে অপপ্রচার করে কোন লাভ হবে না। মানুষ ওই নেতাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন।”
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় বিজেপি কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি
এবিষয়ে কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, “লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584