নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
১৪ মাস পরে ব্যাট হাতে আইপিএলে নামবেন মহেন্দ্র সিং ধোনি, তাঁর আগেই তিনি জড়িয়ে গেলেন বিতর্কে। কিছুদিন আগে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ওপো (Oppo)’র সঙ্গে চুক্তিবদ্ধ হন মাহি। আর তার পরেই ধোনি-কে সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে ভর্ৎসনা।
চিনের সঙ্গে ভারতের সম্পর্ক যখন চরম তিক্ততার পর্যায়ে, চিন ভারতকে আক্রমণ করে চলেছে তখনই ধোনি কেন এই চুক্তি করলেন, যেখানে চিনা মোবাইল কোম্পানি ভিভো তাঁদের চুক্তি বিসিসিআই থেকে সরিয়ে নিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকার পরও কী করে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ধোনি উঠছে সেই প্রশ্ন।
আরও পড়ুনঃ আইপিএলে মিডিয়ার প্রবেশ নিষেধ করলো বিসিসিআই
আর সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ধোনির নামে নিন্দাও করেছেন নেটিজেনের একটা বড় অংশ। যদিও ধোনি এখনও অবধি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুনঃ আমেরিকাতেও বন্ধ হল টিকটক
চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ওপো (Oppo)’র হয়ে ধোনি যে বিজ্ঞাপনটি করছেন, তার নাম ‘বি দ্য ইনফাইনাইট’। গত ১৭ সেপ্টেম্বর ওপো (Oppo)’র তরফে একটি টুইট করা হয়।
সেই টুইট সম্পূর্ণ ভিডিয়োর এক ঝলক দেখানো হয়েছে। দেখানো হয়েছে ধোনিরও এক ঝলক। আর সেখানেই লেখা হয়, ‘ক্রিকেট মাঠে যাঁকে আপনারা সব সময় মিস করেন, সেই ধোনি সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করতে এসেছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584