মা হলেন দিয়া মির্জা

0
122

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

একের পর এক দুঃসংবাদে ভারাক্রান্ত হয়ে পড়েছিল বলিউডে। তবে, এবার হাজির একটি সুখবর! মা হয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। পিতার ভূমিকায় স্বামী বৈভব রেখি। দিয়ার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান।

Dia Mirza
ছবি: সংগৃহীত

বুধবার সকালে প্রথম সন্তানের আগমনের কথা দিয়া নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গত ১৪ মে ছেলের জন্ম দিয়েছেন প্রাক্তন মিস এশিয়া প্যাসিফিক। এতদিন পরিবারের নতুন অতিথিকে সকলের সামনে আনেননি অভিনেত্রী। আজ দিলেন দু’মাস আগেকার সুখবরটি। এদিন ইনস্টাগ্রাম পোস্টে ছেলের প্রথম ঝলক সামনে আনেন অভিনেত্রী।

জানা গিয়েছে, কিছু সমস্যার কারণে সময়ের আগেই সি-সেকশনের মাধ্যমে ছেলের জন্ম দিয়েছেন দিয়া। দিয়া ও বৈভবের প্রথম পুত্র সন্তানের নাম আভহান আজাদ রেখি (Avyaan Azaad Rekhi)। দিয়া ও বৈভবের সন্তান প্রি-ম্যাচিউরড। তাই এখনও তাকে নিওনেটাল আইসিইউ-তে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ প্রেমিক দেবায়ুধকে এবার বিয়ে করতে চান তিথি

এলিজাবেথ স্টোনের একটি লেখা শেয়ার করে দিয়া লেখেন- “আমাদের পুত্র সন্তান আভহান আজাদ রেখির জন্ম হয়েছে ১৪ মে। সময়ের আগে জন্ম হয়েছে ওর। চিকিৎসক, নার্সদের তত্ত্বাবধানে আইসিইউতে রয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here