সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
লকডাউনে করোনা প্রতিহত ঘরবন্দিদের পাশে ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদার । দুটি ব্লক সহ ডায়মন্ড হারবার পুরসভা এলাকায় সাধারন মানুষের হাতে মঙ্গলবার খাদ্য সামগ্রী তুলে দেন তিনি । তবে ইতিমধ্যেই তিনি দশ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন চাল , ডাল, আলু । তাই এবার পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকার মানুষদের হাতে ত্রাণ তুলে দিলেন বিধায়ক দীপক বাবু ।
যদিও এদিন সকাল থেকেই লেগেছিল প্রাকৃতিক দুর্যোগ। আর এই প্রাকৃতিক দুর্যোগে পিছনে ফেলে, পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের আব্দালপুরে ত্রাণ বিতরণ কর্মসূচি সারেন তিনি। তবে এদিন আব্দালপুর কপাটহাটের রাস্তার উপর লকডাউনে আটকে পড়া দুঃস্থদের লম্বা লাইন ছিল চোখে পরার মতো।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পড়ুয়াদের রাজ্যে ফেরানোর আর্জি অধীরের
তবে এদিন প্রশাসনিক নিয়ম মেনেই এই ত্রাণ বিতরণ কর্মসূচি সারেন বিধায়ক দীপক বাবুর সহকর্মীরা। জানা যায়, একে করোনা আবহের জেরে চলছে লকডাউন, আবার তার উপর চলছে পবিত্র রমজান মাস। আর সেই কথা ভেবেই এদিন এই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোট ১১৫০ জনের হাতে ত্রান সামগ্রী তুলে দেন তিনি।
যদিও এ বিষয়ে বিধায়ক দীপক হালদার জানান, এই লকডাউনের জেরে কাজ হারিয়েছে প্রায় কয়েকশো কর্মী। সে কারণেই অসহায় হয়ে পড়েছেন পরিবারগুলো। তাই আমি ওই সকল দুঃস্থ পরিবারের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। আর আগামী দিনেও এই ভাবেই বিতরণ করবো।এর পাশাপাশি আরও এক বাসিন্দা বলেন, স্বাধীনতার পর এলাকাতে কোনও উন্নয়ন ছিল না। এলাকার এই ভূমি পুত্রের জন্য আলোর দিশা খুঁজে পেয়েছি আমরা। পাশাপাশি এদিনের এই ত্রাণ পেয়ে যথেষ্ট খুশি এলাকার স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584