পথে নেমে জনতার জটলা ভাঙলেন ডায়মন্ড হারবারের এসডিও-এসডিপিও

0
201

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

diamond harbour sub divisional officer breakdown public crowd | newsfront.co
পথে নেমে জটলা ভাঙতে উদ্যোগী দুই প্রশাসনিক আধিকারিক। নিজস্ব চিত্র

করোনা আতঙ্কের জেরে কলকাতা-সহ রাজ্যের পুর শহরগুলি লক ডাউন করার ঘোষণা রাজ্য সরকারের। পাঁচ দিনের এই লক ডাউনে আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত পরিষেবা এমনকি মহামারী আইনে লাগু হয়েছে এই লকডাউন ২৩ মার্চ বিকাল পাঁচটা থেকেই লকডাউন শুরু হয়েছে রাজ্যজুড়ে আর সেভাবেই দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার শহরে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা ডায়মন্ডহারবার মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল মন্ডল।

diamond harbour sub divisional officer breakdown public crowd | newsfront.co
এলাকা ফাঁকা করার নির্দেশ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অনুরোধে কাজ না হওয়ায় আলিপুরদুয়ারে বলপ্রয়োগে জটলা ভাঙলো পুলিশ

এদিন বিকালে ডায়মন্ডহারবার থেকে কপাট হাট পর্যন্ত নজরদারিতে জান মহকুমা শাসক ও পুলিশকর্মীরা সমস্ত। এমনকি করোনা আতঙ্কের জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে অনুরোধ করেন পাঁচ দিন বাড়িতে থাকতে পাশাপাশি মাইকিং করে প্রচার করা হয় লকডাউন অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা যার ফলে হতে পারে ছয় মাসের জেল কিংবা হাজার টাকা জরিমানা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here