বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ গার্লস হাইস্কুলের হীরক জয়ন্তীবর্ষ উৎসবের সূচনা

0
182

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মেদিনীপুর শহরে নারী শিক্ষা প্রসারের অন‍্যতম স্থান বিদ্যাসাগর বিদ‍্যাপীঠ গার্লস হাইস্কুলের হীরক জয়ন্তী বর্ষের দ্বিতীয় পর্বের উৎসবের সূচনা হলো বুধবার দুপুরে।এদিন বিদ‍্যাসাগর জন্ম দিবসে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মিলনানন্দজী মহারাজ। বিদ‍্যাসারের মুর্তিতে মাল‍্যদান, বিদ‍্যালয়ের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র দাসের প্রতিকৃতিতে মাল‍্যদান,প্রাক্তন প্রধান শিক্ষিকা স্বপ্না মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল‍্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

নিজস্ব চিত্র

সভায় সভাপতিত্ব করেন হীরক জয়ন্তী উৎসবের সভাপতি প্রাক্তন অধ‍্যক্ষ সত‍্যশঙ্কর গোস্বামী। স্বাগত ভাষণ দেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ‍্যোপাধ‍্যায়।উপস্থিত ছিলেন জেলা ও দায়রা বিচারক অনন‍্যা বন্দ্যোপাধ্যায়, গভর্নমেন্ট প্লিডার সুকুমার পড়‍্যা, হীরক জয়ন্তীর সম্পাদক সেক পঞ্জাব আলি, উৎসবের কার্যকরী সভাপতি প্রসূন পড়িয়া,সহকারী প্রধান শিক্ষিকা নন্দিতা দাস মহাপাত্র,সমাজ সেবী আনন্দগোপাল মাইতি, সমাজসেবী প্রসেনজিৎ সাহা,উদ‍্যোগপতি মদনমোহন মাইতি, চিকিৎসক কাঞ্চন ধাড়া,প্রাক্তন সভাপতি ইন্দুভূষণ দাস,সব পেয়েছির আসরের মোহন দাস , চিকিৎসক সন্ধ্যা মন্ডল ধাড়া,শিক্ষানুরাগী অরুণ প্রতিহার,বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ বয়েজের প্রধান শিক্ষক অরূপ কুমার ভূঁইঞা, নৃত্যশিল্পী শ‍্যামলী সাহা , মেদিনীপুর সাসাল ওয়েলফেয়ার ফোরামের কানাইলাল দে,সত‍্যব্রত রায় প্রমুখ বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ। এদিন বিদ‍্যালয়ে স্থায়ী হীরক জয়ন্তী মঞ্চের উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে শিক্ষিকাদের তত্ত্বাবধানে আবৃত্তি, সংগীত,নৃত‍্যের মাধ্যমে বিদ‍্যালয়ের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সমস্ত অতিথি ও বক্তার ছাত্রীদের মন দিয়ে পড়াশোনার পাশাপাশি সমাজের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন ছাত্রীদের বার্ষিক মেধা ও সাধারণ দক্ষতার পুরস্কার প্রদান করা হয়। শেষলগ্নে কলকাতা থেকে আগত “আগন্তুক”ব‍্যান্ড হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুতপা বসু, শর্মিষ্ঠা তরফদার সহ অন্যান্য শিক্ষিকারা।

আরও পড়ুনঃ কুনোরের টেরাকোটার অলঙ্কারের বিদেশ জয়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here