রাস্তার দাবীতে ভোটবয়কটের সিদ্ধান্ত খন্ডঘোষে

0
92

শ্যামল রায়,বর্ধমানঃভোট আসে ভোট যায় এলাকার মানুষের প্রতিশ্রুতি দিলেও রাজনীতিবিদরা রাখেননা এরকমটাই অভিযোগ খণ্ডঘোষ এলাকার শাখারী এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর অধীন বিভিন্ন বুথের বাসিন্দাদের।
বাসিন্দাদের আরো অভিযোগ যে দীর্ঘদিন ধরে আবেদন-নিবেদন জানিয়েও বেহাল রাস্তা সংস্কার হয়নি আজও। স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা জেনেশুনেও উদাসীন রয়েছেন বলে অভিযোগ।
তাই আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটের মুখে গ্রামবাসীরা ভাবছেন যে রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত তারা পঞ্চায়েত ভোট বয়কট করবেন। প্রসঙ্গত উল্লেখ থাকে যে কয়েক মাস আগে ব্যানার সমেত রাস্তা সংস্কারের দাবিতে মিছিল করেছিল এলাকার মানুষ সেই সময় বাসিন্দাদের অভিযোগ ছিল যে আগামী পঞ্চায়েত ভোটের মুখে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করবেন তারা।
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকার শাখারী এক শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেশকিছু ভূতের বাসিন্দাদের এরকমটাই অভিমত।
ঐ সকল এলাকার মানুষের ভোট বয়কটের কথা জানতে পেরে প্রশাসনিক মহলেও তুমুল আলোড়ন পড়েছে।
জানা গিয়েছে যে দীর্ঘ 22 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা তৈরি হয়েছিল ১৪ বছর আগে। দীর্ঘদিন ধরে ওই রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় বর্ধমান আরামবাগ সড়কপথে সঙ্গে যোগাযোগ করি এই রাস্তাটি বেহালা পড়ায় বাস চালক থেকে শুরু করে সমস্ত ধরনের যানবাহন চালকরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ যে তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চালান যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
কার্যত বেহাল রাস্তাটি মরণ ফাঁদে চেহারা নিয়েছে অভিযোগ যে এই রাস্তা দিয়েই বালি খাদান আছে।
প্রতিদিন সকাল থেকে রাত অবধি এই বেহাল রাস্তা দিয়েই কয়েকশো অতিরিক্ত বালিবোঝাই লরি যাতায়াত করায় রাস্তাগুলো আরবে পড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তায় জেলা পরিষদ টোল আদায় করলেও রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ অথচ এই পথ দিয়েই স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয় রোজ। কেউ অসুস্থ হয়ে পড়লে এই বেহাল রাস্তা দিয়ে যেতে অনেকটা সময় লেগে যায় হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে পৌছাতে।
বর্ষাকালে পড়ুয়াদের কলেজে যাতায়াত করতে সমস্যায় কারণে অনির্দিষ্ট সময়ের জন্য তাদের বন্ধ রাখতে হয় স্কুলে যাতায়াত।
খন্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাগ জানিয়েছেন যে রাস্তা সংস্কারের দাবি পূরণ না হওয়ায় 250 এলাকায় বেশ কয়েকটি ভূতের বাসিন্দা ভোট বয়কটের ডাক দিতে পারে বলে আমরা শুনেছি তবুও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এ রাস্তাটি যাতে দ্রুত করা যায় তার উদ্যোগ নিতে বলব প্রশাসনিক কর্তাব্যক্তিদের‌ তবে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন যে ভোটের পর এই কাজ শুরু হবে আনুষঙ্গিক সমস্ত প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে তাই রাস্তা সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here