পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর ব্লকের সরস্বতী বিদ্যামন্দির নিয়ে আজও কোন সিদ্ধান্তে আসতে পারলেন না জেলা শিক্ষা দফতর।আজ ইসলামপুর পাবলিক হলে অভিভাবকদের নিয়ে বৈঠকে বসেছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি।
ছিলেন ইসলামপুর মহকুমা শাসক মনীষ মিশ্র।বিদ্যালয়ের নাম নিয়ে বিতর্ক থাকলেও তাদের সন্তানদের অন্য স্কুলে পড়াবেন না।তাদের দাবি লিখিত আকারে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে পেশ করেন।রাজ্য সরকারের তরফ থেকে কোন সদুত্তর না আসায় তিনি এবিষয়ে কোন পদক্ষেপ নিতে পারবেন না।
জেলা বিদ্যালয় পরিদর্শকের এই বক্তব্য জানার পর অভিভাবকরা বৈঠক ছেড়ে বেরিয়ে যান।ফলে ইসলামপুরের সরস্বতী বিদ্যামন্দির নিয়ে যে সমস্যা তৈরী হয়েছিল সেই সমস্যা সমস্যাতেই থেকে গেল।ইসলামপুর ব্লকের সরস্বতী বিদ্যামন্দিরে ইসলামপুরের জায়গায় ঈশ্বরপুর লেখায় গত ১৮ নভেম্বর রাজ্য শিক্ষা দফতর তাদের অনুমোদন বাতিল করে।এই বিদ্যালয়ের ৯১ জন ছাত্র ছাত্রীকে অন্য বিদ্যালয়ে ভর্ত্তি করানোর জন্য ২০ নভেম্বর জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি অভিভাবকদের নিয়ে বৈঠক করতে গেলে অভিভাবকরা তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
তাতেও সমস্যা না মেটায় অবশেষে অভিভাবকরা ৩১ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করেছিল।দীর্ঘ পাঁচঘন্টা অবরোধ চলার পর ইসলামপুর মহকুমা শাসক মনীষ মিশ্র অভিভাবকদের নিয়ে বৈঠক করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়।আজ সেই বৈঠক অনুষ্ঠিত হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584