সুদীপ কুমার খাঁড়া,মেদিনীপুর:
মেদিনীপুর শহরের বড় পূজা গুলির অন্যতম বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব ।এবারে বিধাননগর মাঠে মহীশূরের একটি মন্দিরের আদলে তৈরী হয়েছে মন্ডপ ।
এবারে বিধাননগরের পূজা ৩৯ বছরে পা দিল।এই উপলক্ষ্যে ছয় দিন ব্যপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মন্ডপের পাশের সাংস্কৃতিক মঞ্চে।
এই অঙ্গ হিসাবে পঞ্চমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হলো দিদি নং ওয়ান। জি বাংলার মহিলা দের জনপ্রিয় গেম শো দিদি নং ওয়ানের আদলে মেদিনীপুর কুইজ কেন্দ্রে উপস্থাপন করলো দিদি নং ওয়ান প্রতিযোগিতা ।
প্রথমে অডিশান রাউন্ডের অংশ নেন একশোর কাছাকাছি প্রতিযোগী।তাঁদের মধ্যে থেকে ৬ জনকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সবাইকে পিছনে ফেলে চ্যাম্পিয়ান হলেন শ্রাবণী ভট্টাচার্য্য । প্রতিযোগিতা যোগ দিয়েছেলেন অধ্যাপিকা, শিক্ষিকা,গৃহবধূ, সরকারী কর্মী,কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও। দুরন্ত অডিও ভিসুয়ালকুইজ উপস্থাপন করলেন কুইজ কেন্দ্রের অরিন্দম দাশ, মনিকাঞ্চন রায়, শুভময় মজুমদার, বিশ্বজিৎ কর্মকাররা। স্কোর সামলালেন শান্তনু ঘোষ, সঞ্জীব জানা, সৌনক সাউরা।
দুরন্ত দিদি নং ওয়ান উপভোগ করে খুশী বরুণা মহাপাত্র, সংঘমিত্রা প্রধান, আগমনী কর মিশ্রের মতো আয়োজকরা। দিদি নং ওয়ানের অন্যতম ফাইনালিস্ট অধ্যাপিকা উদিতা ভট্টাচার্য্য জানান এই ধরণের আয়োজন পূজা আনন্দকে আরো বাড়িয়ে দিলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584