নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দিদিকে বলো কর্মসূচি শুরু করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক সৌমিক হোসেন। ২৯ জুলাই মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের অভাব অভিযোগ এবং সমস্ত সমস্যা শোনার জন্য এই পদক্ষেপ চালু করার পর বৃহস্পতিবার এই কর্মসূচি সফল করতে উদ্যোগী হন সৌমিক।
তৃনমুল সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চ থেকে বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধি দের নির্দেশ দিয়েছেন কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়াতে। দলের সুপ্রীমোর নির্দেশ অনুযায়ী মাঠে নামলেন ডোমকলের বিদায়ী পুরপ্রধান সৌমিক হোসেন।
বৃহস্পতিবার তিনি তার ডোমকলের নিজস্ব বাসভবনে ব্লক ও অঞ্চল স্তরের দলীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন। দলীয় কর্মীদের হাতে নির্দিষ্ট টি-শার্ট তুলে দেওয়ার পাশাপাশি স্টিকার, দিদিকে বলো ফোন নম্বর সম্বলিত ভিজিটিং কার্ড দলীয় নেতা কর্মীদের হাতে তুলে দেন তিনি।পথ চলতি মানুষের হাতেও দিদির ফোন নম্বর সম্বলিত ভিজিটিং কার্ড তুলে দেন। এদিনের কর্মসুচীতে সামিল ছিলেন দলের ব্লক সভাপতি হাজিকুল আলম, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা।
আরও পড়ুনঃ স্কুলের উপরের হাইটেনশন তার সরানোর দাবিতে অবরোধ পড়ুয়াদের
সৌমিক হোসেন জানান তিনি এবং তার দলীয় নেতা কর্মীরা সাধারণ মানুষ, দলীয় নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়াতে সচেষ্ট থাকবেন। আগামী এক মাসের মধ্যে দলনেত্রীর লক্ষ্য মাত্রা পূরন হবে বলেও জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584