শ্যামল রায়,বর্ধমানঃ
পাঞ্জাবের জলন্ধর এ সি আর পি এফ এ কর্মরত সৈনিকের অস্বাভাবিকভাবে নিহত যুবকের মৃতদেহ সোমবার পূর্বস্থলীর জাহান নগরের বাড়িতে এল।
মৃত সৈনিকের নাম অনুপ রাহা (৩৮)।
একমাত্র সন্তানের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া। জানা গিয়েছে যে অনেক দীর্ঘ ১৮ বছর যাবত সিআরপিএফে কর্মরত ছিলেন অনুপ।১৪০ নম্বর ব্যাটেলিয়ানে চাকরি করতেন তিনি। কিছুদিন আগে বাড়িতে এসে ছিলেন।
রবিবার দুপুরে অনুপের মৃত্যুর খবর পায় পরিবারের লোকজনেরা। শোকোস্তব্ধ বাবা বাসব রাহা জানালেন যে ছোটবেলা থেকেই অনুপের ইচ্ছে ছিল দেশের সেবায় নিয়োজিত হবে। দেশের কাজ করবে। তাই বেছে নিয়েছিল সিআরপিএফের চাকরি। একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিনি হতবাক । অনুপের স্ত্রী শিল্পী রাহা জানালেন যে,এই ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না । তবে নিজের সার্ভিস রিভলবার থেকে যেভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তা তদন্ত হওয়াটাই দরকার বলে তিনি মনে করেন ।
অনুপ রেখে গেলেন তার মা-বাবা স্ত্রী শিল্পী ও এক ছেলে এক মেয়েকে।
অনুপের কাকিমা শুক্লা রাহা স্থানীয় অঞ্চল প্রধান।
তিনি জানালেন যে ছোটবেলা থেকেই অনুপের ইচ্ছা ছিল দেশ সেবায় নিয়োজিত হবে। আশা পূরণ হলেও তার এইভাবে অকালপ্রয়াণ হবে তা তারা কেউই মেনে নিতে পারছেন না। তার মৃত্যুতে গভীরভাবে শোকবিহ্বল হয়ে পড়েছেন তারা।
এদিন পাঞ্জাবের জলন্ধর থেকে এরোপ্লেনে মৃতদেহ দমদম এসে পৌঁছায় দমদম থেকে সেনাবাহিনী গাড়ি করে কফিনবন্দি মৃতদেহ নাদন ঘাট থানার পুলিশের সহযোগিতায় জাহান নগর সাহাপাড়ার বাড়িতে এসে উপস্থিত হয়।
এলাকার মানুষ মৃতদেহ দেখতে ভিড় করে এবং শোকস্তব্ধ হয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584