মনিরুল হক, কোচবিহারঃ
মুরগী চুরি ঠেকাতে পোলট্রি ফার্মে বিদ্যুৎ সংযোগের অভিযোগ। আর তার জেরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল দুই বছরের শিশু কন্যার। কোচবিহার ২ নং ব্লকের পুণ্ডিবাড়ি থানার বাণেশ্বরের সিদ্ধেশ্বরী কলোনির ঘটনা।মৃত শিশুর পরিবারের থেকে জানা গিয়েছে,মঙ্গলবার বিকেলে দুই ভাই-বোন ইন্দ্রাক্ষী দাস ও কৌশিক সরকার পোলট্রি ফার্মের পাশেই খেলছিল।সেই সময় খেলার ছলে পোলট্রি ফার্মের সঙ্গে সংস্পর্শে তারা দুজনেই বিদ্যুৎ পিষ্ট হয়।
এরপর স্থানীয়দের তৎপরতায় আহত দুই শিশুকে কোচবিহারে এম.জে.এন. হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে আসার পর ইন্দ্রাক্ষীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।তার ভাই বছর পাঁচেকের কৌশিক সরকার আহত অবস্থায় কোচবিহারে এম.জে.এন. হাসপাতালে চিকিৎসাধীন।মৃত শিশুর পরিবারের অভিযোগ,সিদ্ধেশ্বরী কলোনিতে ইন্দ্রজিৎ দাস নামে এক ব্যক্তি মুরগী চুরি আটকাতে পোলট্রি ফার্মে দিন রাত বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এদিন বিকেলে ওই দুই শিশু খেলার সময় অজান্তে ওই পোলট্রি ফার্মের সংস্পর্শে আসলে তারা বিদ্যুৎ পিষ্ট হয়।” অন্যদিকে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশু কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
মৃত শিশু কন্যার জ্যাঠা বলেন,“বাড়ির পাশে একটি মুরগীর ফার্ম আছে। সেখানে কারেন্ট দিয়ে রেখেছিল।দুই শিশু অজান্তে খেলার সময় ওই পোলট্রি ফার্ম স্পর্শ করলে বিদ্যুৎ পিষ্ট হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584