লক্ষ্ণৌ সেনা ক্যাম্পে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত নন্দীগ্রামের বাসিন্দা সেনা জওয়ান

0
73

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ

পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল নন্দীগ্রামের সন্তান সেনা জওয়ান বুদ্ধদেবের। ছেলে ফেরার পথ চেয়েছিল পরিবার। তবে পুজোর আগে বাড়ি ফিরল কিন্তু ফিরল তার কফিনবন্দি দেহ।উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে সেনা বাহিনীর ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন নন্দীগ্রামের বাসিন্দা এক সেনা জওয়ান। শুক্রবার বিকেলে স্নানের পর ভেজা কাপড় শুকোতে গিয়ে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন বুদ্ধদেব পণ্ডা(২৬) নামের ওই সেনা জওয়ান।পরে মৃত্যু হয় তাঁর।শুক্রবার রাতে এ খবর জানার পর থেকেই নন্দীগ্রামের চিল্লগ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

বুদ্ধদেব পণ্ডা।পরিবার থেকে সংগৃহীত

ছেলের মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা।শয্যাশায়ী মা প্রতিমা পণ্ডা।দুই ভাইয়ের মধ্যে বড় বুদ্ধদেব।উচ্চমাধ্যমিক পাশের পর বছর ছয়েক আগে সেনা বাহিনীতে যোগদান করেছিলেন বুদ্ধদেব।সপ্তাহ দুয়েক আগে বাড়ি থেকে কর্মস্থল লক্ষ্ণৌতে ফিরেছিলেন।তারপরই এই ঘটনা।বাবা বিবেকানন্দ দাস জানান বৃহস্পতিবার রাতে শেষবার কথা হয়েছিল ছেলের সঙ্গে। মা ভাই অন্তঃসত্ত্বা স্ত্রী, মেয়ে সবার সঙ্গে কথা হয়েছিল।শুক্রবার রাত আটটা নাগাদ সেনা বাহিনীর ক্যাম্প থেকে মৃত্যুর খবর জানানো হয়।বুদ্ধদেবের স্ত্রী রাখি নয় মাসের সন্তান সম্ভবা।চার বছরের এক শিশুকন্যাও আছে তাঁদের।পুজোর আগেই বাড়ি ফিরবেন বলে স্ত্রীকে জানিয়েছিলেন বুদ্ধদেব।

আরও পড়ুনঃ রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল কর্মী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here