শ্যামল রায়,কালনাঃ
মঙ্গলবার বিকেলে ব্যাপক ঝড় হয় পূর্ব বর্ধমান জেলার সাথে কালনা ও কাটোয়া মহুকুমা তে। ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কাঁচা বাড়ি । ভেঙে পড়েছে প্রচুর গাছপালা । মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । যেসব চাষী মাঠে ধান কেটে ফেলে রেখেছিলেন মাথায় হাত সেই সমস্ত চাষীদের । পাকা ধানের জমিতে জল জমে যাওয়ায় কাটা ধান ভাসছে জলের ভেতর।
ঝড়ের সময় কালনা আদালত চত্বরে একটি বড় গাছের ডাল ভেঙে পড়ায় মৃত্যু হল আদালতের আইনজীবী আসিফ সেখ(২৮)।
এই রকম মর্মান্তিক ঘটনা ঘিরে আদালত চত্বরে শোকের ছায়া নেমে আসে।
এছাড়াও মঙ্গলকোট কাটোয়াদাইহাট পূর্বস্থলী ধাত্রীগ্রাম প্রভৃতি অঞ্চলে প্রচুর বাড়িঘর ভেঙ্গে পড়েছে।
বাড়িঘর ভেঙে পড়ায় বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে আশ্রয়হীন পরিবারের পাশে প্রশাসন আছে তাদের দানের ব্যবস্থা শুরু করে দেয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584