শ্যামল রায়,মন্তেশ্বরঃ
তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। মৃত যুবকের নাম হাসিব মল্লিক (২০)।বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতের মূলগ্রামে। মৃত্যুর তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবারের লোকজনেরা। মৃত যুবকের পাঁচ বন্ধুকে আটক করেছে তামিলনাড়ু থানার পুলিশ। মৃতদেহটি তামিলনাড়ু থেকে মন্তেশ্বর ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ।
মৃতের ভাই জাইফুল শেখ হাসিব মল্লিকের মৃতদেহ শনাক্ত করেছে এবং বাড়িতে নিয়ে আসার জন্য সমস্ত ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন বুধবার।
জানা গিয়েছে যে গত দশ মাস আগে তামিলনাড়ুর কন্যাকুমারীতে কাজ করতে গিয়েছিল হাসিব মল্লিক। বাড়ির তরফ থেকে জানানো হয়েছে যে সেখানে সে একটি কোম্পানিতে কাজ করতো।
চারমাস আগে তার সাথে থাকা কয়েকজন বন্ধু বাড়ি ফিরে এলেও হাসিব আসেনি।
আরো জানা গিয়েছে যে গত কয়েকদিন আগে তার বন্ধুদের সাথে স্থানীয় সমুদ্রে বেড়াতে যায় সে সেখানে সেলফি তুলতে গিয়ে সমুদ্রের জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। ওখানকার পুলিশ মৃতদেহটি সমুদ্রের জল থেকে উদ্ধার করে।
তার মৃত্যুর খবর পুলিশ মারফৎ পায় আত্মীয়রা। মৃতের পরিবারের লোকজন কন্যাকুমারীতে হাসিব মল্লিকের দেহ শনাক্ত করে এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করে একই সঙ্গে
মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে যে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা তদন্ত শুরু করেছি। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584