শ্যামল রায়,নদীয়াঃ
মঙ্গলবার সকাল দশটা নাগাদ নদীয়া জেলার তেহট্ট বেতাই বাসস্ট্যান্ডে একটি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পথযাত্রীদের ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের।আহত হয়েছেন পাঁচজন।স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃত ব্যক্তির নাম পবিত্র সরকার (৪৫)বাড়ি বেতাই বাজারে।এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন সকলকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতাল এবং কল্যাণী জহরলাল নেহরু হসপিটালে।জানা গিয়েছে যে এদিন একটি খালি এ্যাম্বুলেন্স করিমপুর থেকে কৃষ্ণনগর যাচ্ছিল। অভিযোগ যে নিয়ন্ত্রণ হারিয়ে বেতাই বাসস্ট্যান্ডে কয়েকজন যাত্রী বাস ধরবে বলে দাঁড়িয়ে ছিল ওই সময় অতর্কিত ধাক্কা দেয় এম্বুলেন্সটি।আহত ভগিরথ হালদার জানিয়েছেন যে এম্বুলেন্স বেশ দ্রুতগতিতে আসার কারণেই এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হন বেশ কয়েকজন।পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ অটো উল্টে মৃত এক ছাত্রী আহত চার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584