হরষিত সিংহ,মালদহঃ
পিকআপ ভ্যান ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরহীর।ঘটনায় গুরুতর জখম আরো দুই বাইক আরহী। শনিবার দুপুরে মালদহ জেলার গাজোল থানার কুড়িমাইল এলাকায় বালুরঘাট-গাজল রাজ্য সড়কের উপর ঘটে। গুরুতর জখম অবস্থায় দুইজন বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।ঘাতক গাড়িটি আটক করে ঘটনার তদন্তে নামে পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত বাইক আরহীর নাম রাহুল সরকার(১৯)।সে গাজোল কলেজের ছাত্র।
পাশাপাশি গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ক্রীড়া সম্পাদক ছিলেন।আহতরা হল রাইয়ান শেখ ও জুয়েল সরকার।তারা গাজোল ও হরিরামপুর কলেজের পড়ুয়া। এদের বাড়ি গাজোল থানার বাবুপুর পঞ্চায়েতের সাংবান্দা গ্রামে।শনিবার তিনজন মিলে মোটর বাইকে করে গাজোল কলেজে আসছিলেন। বালুরঘাট-গাজোল রাজ্য সড়কের উপর দিয়ে আসার সময় কুড়ি মাইলের কাছে রাস্তার পাশে দাঁড়ায় কিছুক্ষণের জন্য ।সে সময় উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তাদের পিছনে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় তিনজন মোটর বাইক থেকে ছিটকে পড়ে।স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের সেখান থেকে মালদা মেডিকেলে রেফার করে।মালদা মেডিকেল কলেজে মেডিকেল কলেজে আনার পরই মৃত্যু হয় রাহুল সরকার আহত অবস্থায় রাইয়ান শেখ ও জুয়েল সরকার বর্তমানে মেডিকেল চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে ঘাতক গাড়িটি আটক করে ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ।
আরও পড়ুনঃ খুনে অভিযুক্ত ধৃত তৃণমূল উপপ্রধানের চার দিনের পুলিশ হেফাজত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584