মাজিদ খুনের প্রধান অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজত

0
58

মনিরুল হক,কোচবিহারঃ
কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজিদ আনসারি খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত অভিজিৎ বর্মণকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত।সোমবার ফের তাকে কোচবিহার আদালতের সিজিএম কোর্টে তোলা হয়।জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজত চাওয়া হলে আদালত ৩ দিন মঞ্জুর করে বলে জানা গিয়েছে।শনিবার রাতে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে গ্রেপ্তার হয় অভিজিৎ বর্মণ।

অভিযুক্ত অভিজিৎ বর্মন। নিজস্ব চিত্র

গতকাল তাঁকে আদালতে তোলা হলে ১ দিনের পুলিশ হেফাজত দিয়ে ফের এদিন তাঁকে আদালতে তোলা নির্দেশ দেওয়া হয়।মাজিদ আনসারি খুনের ঘটনায় অভিযুক্ত ৭ জনকে পুলিশ ধরতে সক্ষম হলেও যে রিভলবার দিয়ে তাঁকে খুন করা হয়েছে।তা এখনও উদ্ধার করতে পারে নি পুলিশ।খুনের কারন ও ওই আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে,তা জানতেই পুলিশ তাকে জিজ্ঞসাবাদ করবে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here