নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের৷ বুধবার রাত্রি ১০টা নাগাদ ঘটনাটি ঘটে ধর্মা সংলগ্ন গিরিধারীচক্ এলাকায়৷ ৬০ নং জাতীয় সড়ক ধরে দুর্গাপুর থেকে দীঘা যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ী৷ মেদিনীপুর প্রবেশের পথে ধর্মা ট্রাফিক মোড় থেকে কিছুটা আগে গিরিধারীচক্ এলাকায় জাতীয় সড়কের অন্যদিক থেকে আসা একটি বাইক আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ীটির৷ সংঘর্ষের জোর এতটাই ছিল যে গাড়ীটি তার গতিপথের বিপরীতে ঘুরে যায় এবং বাইকটি জাতীয় সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে৷ স্থানীয় মানুষরা ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন এবং দেখেন যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে৷
অন্যদিকে গাড়ীটিতে থাকা ৬ জনের মধ্যে ৫ জন আহত হন৷ তবে আহত ৫ জনের মধ্যে একজন মহিলার বেশী চোট লাগায় কেবল মাত্র তাঁকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়৷ স্থানীয়দের অভিযোগ সামনেই পুলিশ থাকা সত্বেও প্রায় রোজই ছোট বড় দুর্ঘটনা এই এলাকায় ঘটেই থাকে৷ তাদের আরো অভিযোগ পুলিশ তোলা আদায় করতে দাঁড়িয়ে থাকে এই এলাকায়৷ তোলা দেওয়ার ভয়ে এবং পুলিশের হাত থেকে ভাগতে গাড়ীর চালকরা দ্রুত গাড়ী চালায় এবং যার জেরে দুর্ঘটনা ঘটে থাকে৷ উল্লেখ্য ৬০ নং জাতীয় সড়কের ওপর ধর্মা ট্রাফিক মোড়ের কাছে একটি টোল গেট বানানো হয়েছিল৷ তবে কোনো এক অজ্ঞাত কারনে সেই টোল গেট চালু আর হয়নি৷ এই টোল গেটেই মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ রীতি মতন রোজই বালি গাড়ী, ট্রাক্টর সহ বিভিন্ন গাড়ী দাঁড় করিয়ে তোলা আদায় করে বলেও স্থানীয়রা অভিযোগ করেন৷ বুধবারের দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল স্থগিত থাকে কিছুক্ষণ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584