নিজস্ব সংবাদদাতা,পাত্রসায়েরঃ
দুদিন আগেই পাত্রসায়ের থানার রসুল পুরে লড়ি এবং ছোট হাতির মুখোমুখি সংঘর্ষে এক ব্যাক্তির মৃতু হয়েছিল।তার রেশ কাটতে না কাটতে আবারও পাত্রসায়েরে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির।ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার ফকির ডাঙ্গা মোড়ে।মৃত ব্যাক্তির নাম ইউনাথ শাহ।বয়স ৭০ বছর।তিনি ফকির ডাঙ্গারই বাসিন্দা।
পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা যায়,মৃত ইউনাথ শাহ ফকির ডাঙ্গা থেকে রসুলপুর যাওয়ার জন্য বাস ধরবে বলে রাস্তার ধারেই দাঁড়িয়েছিল। সেই সময় বিষ্ণুপুর থেকে বর্ধমানগামী মা চণ্ডি নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ঐ ব্যাক্তিকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মারা যান তিনি।তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। স্থানীয় বাসিন্দারা বাসটিকে আটক করে রাখে।খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে পাত্রসায়ের থানার পুলিশ।তারা মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠান।তবে বার বার এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে পথ নিরাপত্তা।
প্রশ্ন উঠছে প্রশাসন সতর্ক থাকা সত্ত্বেও বারবার এই ধরনের ঘটনা কি ভাবে ঘটছে।এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । পুলিশ বাসটিকে আটক করেছে,তবে বাসের চালক পলাতক।
স্থানীয়দের দাবি প্রশাসনকে অনেক বলার পরেও আমাদের এখানে রাস্তার ওপর কোন বাম্পার করে দেয়নি যার কারণেই এই দুর্ঘটনা।
আরও পড়ুনঃ দাঁতনে এসিজিএম কোর্টের উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584