নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দাঁড়িয়ে থাকা লরির পেছনে লরির ধাক্কা। মৃত লরির চালক। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশের সহযোগিতায় উদ্ধার করে চালককে খড়গপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বেলদা বাইপাশ এলাকায়। জানা গেছে মালবাহী একটি লরি ৬০ নং জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল।
শুক্রবার ভোর পাঁচটা নাগাদ খড়গপুরের দিক থেকে ওড়িশাগামী বিদ্যুতের সরঞ্জামবাহী দ্রুতগতির একটি লরি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে। লরির সামনের অংশে চাপা পড়ে চালক। তাকে প্রায় আধঘন্টার চেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখনেই লরি চালক মৃত্যু হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584