নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম মানিক বেরা (৪৩)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের রামনগরের বালিঘাইয়ের নয়াপাড়া এলাকায়।
এদিন বেলার দিকে তিনি এগরার কুদি এলাকার বড় নিহারী গ্রামের গোরা চাঁদ গারুর বাড়িতে বিদ্যুতের কাজ করতে এসেছিলেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,যে সময় তিনি বিদ্যুতের পোষ্টে ওঠেন সেই সময় ইলেকট্রিক ছিল না।
তিনি ট্রান্সফরমারের জাম্নার নামিয়েছিলেন,কিন্তু সেটি ছিল অন্য দিকের বিদ্যুৎ সংযোগের লাইনের। যখন তিনি কাজ করছিলেন সেই সময় আচমকাই বিদ্যুৎ চলে আসে। যার জেরে তিনি তারেই ঝুলে থেকে যান।
ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করলেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।পরে তাঁর মৃতদেহটিকে দড়ি বেঁধে পোস্ট থেকে নামানো হয়েছে।সেখান থেকে দেহটি এগরা থানার পুলিশ এসে নিয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ তৃনমূলের সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584