সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
সাধের ফুটবল খেলাই কেড়ে নিল জীবন।স্কুল থেকে আর বাড়ি ফেরা হল না দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুরের বাসিন্দা সুরঞ্জন মন্ডলের।গোবিন্দরাম অশ্বিনীকুমার হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুরঞ্জন টিফিনের সময় স্কুলের মাঠে ফুটবল খেলছিল।

তবে স্কুলের মাঠটি সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল। ফুটবল খেলার সময় সুরঞ্জন পা পিছলে সিমেন্টের ঢালাই করা মাঠের উপর পড়ে যায়। ওই সময় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মেধাবী ছাত্র সুরঞ্জনের পড়াশুনার পাশাপাশি ফুটবল খেলা তার খুবই প্রিয় ছিল।আর এই সাধের ফুটবল খেলাই আজ কেড়ে নিল এক সম্ভাবনাময় জীবন।
আরও পড়ুনঃ হাতির ভয়ে ধন প্রাণে ত্রস্ত,বনদফতর ভাবছে সমস্যার সমাধান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584