সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান কেড়ে নিল এক স্কুল ছাত্রী সহ দুই পথচারির।রামনগর থানার কলাতলা হাটের ঘটনা।মৃতা ডায়মন্ড হারবার হাই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী সায়নি হালদার।বাড়ি সরিষাতে।
শ্রীকান্ত গায়েন, বাড়ি সরারহাট ও কাকলী চক্রবর্তী, বাড়ি কলাতলাহাট।
অভিযোগ ফলতাগামী কাগজ বোঝাই ট্রেলার নিয়ন্ত্রন হারিয়ে টোটোতে ধাক্কা মারে। পরে পথ চলতিদের উপর পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সায়নির।
পরে স্থানীয়রা শ্রীকান্ত গায়েন ও কাকলি চক্রবর্তীকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষনা করেন।ঘটনায় উত্তেজিত জনতা গাড়ি আটকে অবরোধ করে। চালক সহ গাড়ি আটক করে পুলিশ ঘটনায় বেশ কয়েক ঘন্টা অবরোধ চলে।
ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকা।ঘটনাস্থলে আসেন কলাতলাহাট গ্রাম পঞ্চায়েত প্রধান।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ গ্রেফতার জয়গাঁর এসডিপিও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584